চেন্নাই এপোলো হাসপাতালে চিকিৎসা খরচ সম্পর্কে জানুন ২০২৪
চেন্নাই এপোলো হাসপাতালে চিকিৎসা খরচ সম্পর্কে আপনি নিশ্চয়ই জানতে চাচ্ছেন? চেন্নাই এপোলো হাসপাতাল ডাক্তারের তালিকা সম্পর্কে জানতে আপনি হয়তো অনেক খোঁজাখুঁজি করছেন। তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন।
আজকের আর্টিকেল থেকে জেনে নিতে পারবেন চেন্নাই এপোলো হাসপাতালের মোট চিকিৎসা খরচ এবং সেইসাথে স্বনামধন্য এই হাসপাতালে সেবা দেওয়া সকল ডাক্তারের তালিকা সম্পর্কে। তাহলে চলুন আজকের মত আলোচনা শুরু করি।
পোস্ট সূচিপত্রঃ চেন্নাই এপোলো হাসপাতালে চিকিৎসা খরচ
- চেন্নাই এপোলো হাসপাতালের সংক্ষিপ্ত ইতিহাস
- এপোলো হাসপাতালের চিকিৎসা খরচ বাংলাদেশি টাকায়
- অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাকালীন সময়ে থাকা এবং খাওয়া খরচ
- চেন্নাই এপোলো হাসপাতালের বৈশিষ্ট্য
- ঢাকা থেকে কিভাবে যাবেন চেন্নাই এপোলো হাসপাতালে
- চেন্নাই এপোলো হাসপাতাল ডাক্তারের তালিকা
- অ্যাপোলো হাসপাতালে আপনি কিভাবে ডাক্তার দেখাবেন
- চেন্নাই এপোলো হাসপাতালে আন্তর্জাতিক রোগীদের জন্য সুযোগ সুবিধা
- অ্যাপোলো হাসপাতালের অর্থোপেডিক ডাক্তারের তালিকা
- চেন্নাইয়ের সেরা হাসপাতালের তালিকা
- চেন্নাই হাসপাতালের বিশেষীকরণ
- চেন্নাই এপোলো হাসপাতালে চিকিৎসা খরচ সম্পর্কে আমার অভিমত
চেন্নাই এপোলো হাসপাতালের সংক্ষিপ্ত ইতিহাস
চেন্নাই এপোলো হাসপাতাল বিশ্বের অন্যতম এবং দক্ষিণ ভারতের সবথেকে বেস্ট হাসপাতাল। অ্যাপোলো হাসপাতাল চেন্নাই যা ভারতের তামিল নাড়ুর চেন্নাই শহরে অবস্থিত। অ্যাপোলো চেন্নাই, এপোলো হাসপাতাল গ্রুপের ফ্লাগশিপ হাসপাতাল যা সর্বপ্রথম ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। চেন্নাই এপোলো হাসপাতাল বর্তমানে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ একটি হাসপাতাল
এবং সারা ভারতবর্ষ থেকে আগত রোগীদের জন্য সবচেয়ে জনপ্রিয় চিকিৎসা, পর্যটন এবং গন্তব্য গুলির মধ্যে একটি। অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি এবং প্রযুক্তির অগ্রগতির মাধ্যমে চেন্নাই এপোলো হাসপাতাল স্বাস্থ্যসেবা শিল্পে নিজেদের জন্য একটি সুখ্যাতি তৈরি করতে সক্ষম হয়েছে। হাসপাতালটিতে ৬০টিরও বেশি বিভাগ রয়েছে যার সব কটি
আন্তর্জাতিক মানসম্পন্ন , দক্ষ চিকিৎসা বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিকভাবে প্রশিক্ষিত চিকিৎসক ও সার্জন দ্বারা পরিচালিত। এই হাসপাতালের শয্যা ধারণ ক্ষমতা প্রায় ১৬৬০ এবং এখানে ১১০০০ জনেরও বেশি চিকিৎসক নিয়োগপ্রাপ্ত রয়েছেন। চেন্নাই এপোলো হাসপাতাল সাধারণ সার্জারি, অর্থপেডিকস, প্রসূতি ও গাইনোকোলজি, কার্ডিওলজি, পেডিয়াট্রিক মেডিসিন,
নিউরোসায়েন্স, ট্রান্সপ্লান্ট, ক্রিটিকাল কেয়ার এবং ক্যান্সারের চিকিৎসা সহ সকল ধরনের চিকিৎসা সেবা প্রদান করে থাকে। চেন্নাই এপোলো হাসপাতালের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এখানে ডাক্তার এবং নার্সদের একটি সুশিক্ষিত এবং অভিজ্ঞ দল রয়েছে যারা তাদের রোগীদের সর্বোচ্চ মানের যত্ন প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এই হাসপাতাল রোগীদের সর্বোত্তম স্বাস্থ্যসেবা
সুবিধা প্রদানের লক্ষ্যে তাদের যন্ত্রপাতি ক্রমাগত আপগ্রেড করে থাকে। চেন্নাই এপোলো হাসপাতাল শুধুমাত্র গোটা ভারতবর্ষ নয় বরং এটি স্থানীয় এবং আন্তর্জাতিক উভয় ই রোগীদের চাহিদা পূরণ করে এবং সেই সাথে সপ্তাহের ২৪ দিন ৭ ঘন্টা কাজ করে। আর তাই এপোলো হাসপাতাল চেন্নাই শহরের সবচেয়ে নামি হাসপাতাল গুলোর মধ্যে একটি।
অবস্থান
চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন থেকে ৪ কিলোমিটার এবং এগমোর রেলওয়ে স্টেশন থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে অবস্থিতএই হাসপাতালটি। আবার চেন্নাই এয়ারপোর্ট থেকে চেন্নাই এপোলো হাসপাতাল প্রায় ১৭ কিলোমিটার দূরে অবস্থিত এবং এয়ারপোর্ট থেকে হাসপাতাল যেতে ৫১ মিনিট সময়ের প্রয়োজন হয়। আপনি ট্যাক্সি করেও এয়ারপোর্ট থেকে হাসপাতালে যেতে পারেন।
ঠিকানা
২১, গ্রীস লেন, ড্রিমস রোড, চেন্নাই ৬০০০০৬ ভারত।
চেন্নাই এপোলো হাসপাতালের ওয়েবসাইট হল -Web: http://Chennai.appollohospitals.com
এপোলো হাসপাতালের চিকিৎসা খরচ বাংলাদেশি টাকায়
চেন্নাই এপোলো হাসপাতালে চিকিৎসা খরচ বাংলাদেশি টাকায় কত জানেন কি? যেহেতু চেন্নাই এপোলো হাসপাতাল গোটা ভারতবর্ষের মধ্যে অন্যতম সেরা একটি হাসপাতাল, তাই বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিবছর হাজার হাজার রোগী এই হাসপাতালে আসেন চিকিৎসা নিতে। চেন্নাইয়ের হাসপাতাল যেহেতু আন্তর্জাতিক মানের একটি হাসপাতাল তাই এখানে চিকিৎসা ব্যবস্থা যেমন উন্নত তেমনি চিকিৎসার খরচ অনেক বেশি হয়ে থাকে।
বিশেষ করে চেন্নাইয়ের এপোলো টেস্টগুলো অনেক বেশি ব্যয়বহুল হয়। গত পহেলা ফেব্রুয়ারি ২০২৪ বাংলাদেশি টাকার বিপরীতে ভারতীয় রুপির বিনিময় হার ছিল ১ ভারতীয় রুপি যা বাংলাদেশী টাকায় ০.৯৪। সে হিসেবে এই বিনিময় হারের ভিত্তিতে বাংলাদেশী টাকায় চেন্নাই এপোলো হাসপাতালের চিকিৎসা খরচ যেমন হতে পারে---
অস্ত্রপাচারের খরচ
- হার্ট অস্ত্রপাচার- ৯৪ লক্ষ থেকে ১৯০ লক্ষ টাকা
- ক্যান্সার অস্ত্রপাচার- ৪৭ লক্ষ থেকে ৯৪ লক্ষ টাকা এবং
- অন্যান্য অস্ত্র পাচার- ২৩ লক্ষ্য থেকে ৪৭ লক্ষ টাকা।
চিকিৎসা ও ঔষধের খরচ
- চিকিৎসা খরচ- ২৩ লক্ষ থেকে ৪৭ লক্ষ টাকা এবং এবং
- ঔষধ খরচ- 47 লক্ষ থেকে ৯৪ লক্ষ টাকা
অন্যান্য প্রয়োজনীয় খরচ
- থাকার খরচ- 47 হাজার থেকে ৯৪ হাজার টাকা
- খাবারের খরচ- ৪৭০০ থেকে ৯৪০০ টাকা
- যাতায়াত খরচ- ৪৭০০ থেকে ৯৪০০ টাকা এবং
- অন্যান্য খরচ- ৪৭০০ থেকে ৯৪০০ টাকা।
সুতরাং আপনি যদি চেন্নাই এপোলো হাসপাতালে হার্ট অস্ত্র পাচার করান তাহলে আপনার খরচ হতে পারে প্রায় ১৯০ লক্ষ টাকা। আবার, পায়ের দুর্ঘটনায় পায়ের প্লেট ভেঙ্গে গেলে চেন্নাই হাসপাতালে এর খরচ লাগতে পারে ৪০ লক্ষের কাছাকাছি। 15/SI এর সার্জারির জন্য অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা খরচ লাগতে পারে ৩.৫ থেকে ৪ লাখ রুপি পর্যন্ত। আবার, pet-ct করার জন্য এই হাসপাতালে ৩২ হাজার রুপি লাগতে পারে।
মলদ্বারে এনাল ফিস্টুলার চিকিৎসার জন্য এই হাসপাতালে ১ লাখ থেকে ১ লাখ ২০ হাজার রুপি পর্যন্ত খরচ হতে পারে। এখানে চিকিৎসা খরচ বেশি হলেও আপনি চিকিৎসা ব্যবস্থা খুবই ফাস্ট পাবেন। আবার আপনি চেন্নাই অ্যাপোলো হাসপাতালের চিকিৎসা খরচ কমানোর জন্য নিম্নলিখিত কিছু উপায় অনুসরণ করতে পারেন যেমন-
- হাসপাতালের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে খরচের তালিকা দেখে নিতে পারেন।
- অন্যান্য হাসপাতালের সাথে চেন্নাই এপোলো হাসপাতালের চিকিৎসা খরচে তুলনা করে দেখতে পারেন।
- আপনি আর্থিক সহায়তার জন্য সরকারি কিংবা বেসরকারি সংস্থার সাথে যোগাযোগ করতে পারেন।
- হাসপাতালের পক্ষ থেকে তাদের দেওয়া প্রদত্ত ছাড় এবং সুবিধার সুযোগ নিন।
তাছাড়াও উপরিউক্ত যে খরচ গুলো আলোচনা করলাম সেগুলো শুধুমাত্র একটি ধারণা মাত্র। চিকিৎসা খরচ আসলে আপনার রোগের ধরন, জটিলতা এবং শারীরিক অবস্থার উপরে নির্ভর করবে তা কেমন হতে পারে। রোগ বিশেষে আপনার চিকিৎসা খরচ কম হতে পারে আবার বেশিও হতে পারে।
অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাকালীন সময়ে থাকা এবং খাওয়া খরচ
চেন্নাই এপোলো হাসপাতালে চিকিৎসা খরচ আপনি ইতিমধ্যেই জেনেছেন। আপনি চেন্নাইতে চিকিৎসার জন্য গেলে আপনার ভাষা নিয়ে একটু সমস্যা হতে পারে কিন্তু খাওয়া দাওয়া নিয়ে তেমন একটা সমস্যা হবে না। কারণ, এপোলো হাসপাতালের ঠিক নিচের তলায় ক্যাফেটেরিয়াতে তিন বেলা খাবারের ব্যবস্থা রয়েছে।
চেন্নাইয়ের খুব জনপ্রিয় খাবার গুলো যেমন ইডলি, ডোসা,সাম্বার ইত্যাদি
পাওয়া যায় এখানে। এছাড়াও হাসপাতাল থেকে বের হয়ে ঠিক মেসিস এলাকার
আশেপাশেই রয়েছে অনেকগুলি বাঙালি হোটেল। যেখানে আপনি কম খরচে বাঙালিয়ানা খাবার মাছ ভাত খেতে পারবেন। আবার, আপনি যদি মনে করেন নিজে রান্না করে খাবেন তাহলে আপনি নিজে রান্না করেও খেতে পারবেন।
সেক্ষেত্রে আপনাকে একটি হোটেলে থাকতে হবে এবং হোটেল থেকে রান্নার জন্য
প্রয়োজনীয় বাসনপত্র ভাড়া নিতে পারবেন। হোটেলে খাওয়ার থেকে আপনি যদি নিজে বাজার করে রান্না করে খেতে পারেন তাহলে আপনার খরচ অনেকটাই কমে যাবে। এবার চলুন সাধারণ মানুষের জন্য যে ছোট খাবার হোটেলগুলি হাসপাতালের পাশেই রয়েছে তার মূল্য তালিকা কেমন হতে পারে তা জেনে নিন-
- এক কাপ চা- ১০ টাকা
- রুটি সবজি- ৩০ টাকা
- ভাত মাছ- ৬০ টাকা
- ভাত ডিম- ৫০ টাকা
- ডাল ভাত এবং একটা তরকারি- ৪০ টাকা।
চেন্নাইয়ের এপোলো হাসপাতালের একদম কাছাকাছি ম্যাকিস রোডেই আপনি পেয়ে যাবেন অনেকগুলো ভালো হোটেল। এখানে আপনি এসি, নন এসি সব ধরনের রুম ই পাবেন। এসি রুমের ভাড়া ১৫০০ টাকার কাছাকাছি আর নন এসি রুমের ভাড়া ৯০০ থেকে ১১০০ টাকার মধ্যে পড়ে। চেন্নাইয়ে থাকার জন্য আপনি অনেক দামি বড় হোটেল পাবেন
তবে চেষ্টা করবেন সবসময় হাসপাতালের কাছের হোটেল গুলোতে থাকার জন্য। এতে করে আপনি ৫০০ থেকে ৭০০ টাকার মধ্যে হোটেল ভাড়া পেয়ে যাবেন। সেই সাথে হোটেল থেকে হাসপাতালে যেতে প্রতিদিন যে খরচ হবে সেই খরচটাও আপনার অনেকটাই বেঁচে যাবে। আবার ভাষার ক্ষেত্রেও খুব একটা সমস্যা হবে না আপনি যদি আপনি যদি সামান্য হিন্দি কিংবা ইংরেজিতে কথা বলতে পারেন।
চেন্নাই এপোলো হাসপাতালের বৈশিষ্ট্য
বর্তমানে শুধুমাত্র ভারত বর্ষ নয় বরং গোটা বিশ্বজুড়ে একটি বিশ্বস্ত নাম হয়ে উঠেছে চেন্নাই এপোলো হাসপাতাল। এই হাসপাতালের ক্লিনিকাল সাফল্যের হারের বিশাল পরিসংখ্যান, আন্তর্জাতিক মানের উন্নত চিকিৎসা পদ্ধতি এবং প্রযুক্তি এটিকে বিশ্বজুড়ে আলাদা করে। চেন্নাই এপোলো হাসপাতালের বিশেষ বৈশিষ্ট্য গুলো কি কি চলুন তা জেনে নেয়া যাক-
- চেন্নাই এপোলো হাসপাতালে ভারতের প্রথম অনলি প্যানক্রিয়াস প্রতিস্থাপন করা হয়েছিল।
- হাসপাতালটি এশিয়ার প্রথম এন ব্লক সম্মিলিত হার এবং লিভার ট্রান্সপ্লান্ট সফলভাবে সম্পাদনের জন্য পরিচিত।
- চেন্নাই এপোলো হাসপাতালে মোট শয্যা ধারণ ক্ষমতা ১৬৬০।
- এই হাসপাতালটিতে ৬০টিরও বেশি বিশেষ বিভাগ রয়েছে যার মধ্যে আন্তর্জাতিকভাবে প্রশিক্ষিত এবং সুদক্ষ চিকিৎসকের সাথে রয়েছে।
- চেন্নাই এপোলো হাসপাতাল ভারতের ব্যস্ততম হাসপাতাল গুলোর মধ্যে একটি যেখানে প্রতিদিন প্রচুর সংখ্যক অস্ত্রপাচার এবং পদ্ধতি গুলো সঞ্চালিত হয়। হিসেব মতে, এই হাসপাতালে ৪০টিরও বেশি কার্ডিয়াক সার্জারি,৭০০ টি ডায়ালাইসিস এবং প্রায় ৪টি অঙ্গ প্রতিস্থাপন সার্জারি ডাক্তাররা প্রতিদিন করে থাকেন।
- এই হাসপাতালের অত্যাধুনিক অবকাঠামো রয়েছে যা অত্যাধুনিক প্রযুক্তি এবং আধুনিক যন্ত্রপাতি দিয়ে সুসজ্জিত। রেডিয়েশন অনকোলজি, রোবোটিক এবং কম্পিউটার অ্যাসিস্টেড সার্জারির সকল আধুনিক চিকিৎসা প্রযুক্তি চেন্নাই এপোলো হাসপাতালে আপনি পেয়ে যাবেন।
- চেন্নাই এপোলো হাসপাতালে আগত প্রতিটি রোগীর প্রয়োজন মেটাতে এখানে রয়েছে একটি নিবেদিত ভ্রমন ডেক্স। এর মধ্যে রয়েছে বুকিং অ্যাপয়েন্টমেন্ট, ভিসা সুবিধা, চিকিৎসা, ভ্রমণ বীমা এবং ভ্রমণের পরিকল্পনা করতে সাহায্য করা।
- চেন্নাই এপোলো হাসপাতাল একটি অনলাইন পরামর্শ পরিষেবাও অফার করে যাতে রোগীরা তাদের ভ্রমণের পরিকল্পনা করার আগে এটি ব্যবহার করতে পারে।
- চেন্নাই এপোলো হাসপাতাল ভারতের প্রথম হাসপাতাল যা ISO 9001 এবং ISO 14001 দ্বারা প্রত্যয়িত। ভারতবর্ষের মধ্যে চেন্নাই এপোলো হাসপাতাল প্রথম দক্ষিণ ভারতীয় হাসপাতাল যা পরবর্তীতে JCI USA থেকে ৪ বার পুনরায় স্বীকৃতি লাভ করে।
চেন্নাই এপোলো হাসপাতালে চিকিৎসা খরচ সম্পর্কে ইতিমধ্যেই আমরা আলোচনা করেছি। ভারতের হৃদরোগের জন্য সেরা হাসপাতাল গুলির মধ্যে চেন্নাই এপোলো হাসপাতাল অন্যতম। এটি সারা ভারতে প্রসারিত হয়েছে একটি স্বাস্থ্য সেবা চেইন হিসেবে।
ঢাকা থেকে কিভাবে যাবেন চেন্নাই এপোলো হাসপাতালে
ভারতে চিকিৎসা করাতে চাইলে আপনাকে সর্বপ্রথম ইন্ডিয়ান মেডিকেল ভিসার জন্য আবেদন করতে হবে করতে হবে। আপনি টুরিস্ট ভিসার জন্যও আবেদন করতে পারবেন কিন্তু মনে রাখবেন টুরিস্ট ভিসার ক্ষেত্রে আপনি ডাক্তার দেখাতে পারবেন, ঔষধপত্রও পাবেন কিন্তু মেডিকেল ভিসা ছাড়া কোন সার্জারি করাতে পারবেন না। তাই চিকিৎসার জন্য যদি ভারত যেতে চান তাহলে অবশ্যই মেডিকেল ভিসাতেই আবেদন করবেন।
সুতরাং যারা ভারতে চিকিৎসা করাতে চান তারা দেরি না করে ইন্ডিয়ান মেডিকেল ভিসা ২০২৪ এর জন্য এপ্লাই করে ফেলুন। এবার চলুন জেনে নিই আপনি কিভাবে ঢাকা থেকে চেন্নাই অ্যাপোলো হাসপাতাল পৌঁছাবেন। আপনি সরাসরি ঢাকা থেকে ফ্লাইটে করে এবং ট্রেন যোগেও চেন্নাই যেতে পারেন। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত চেন্নাই সরাসরি যাই মালদ্বীভান্স এয়ারলাইনস। এখানে আপনার রাউন্ড ট্রিপে খরচ পড়তে পারে প্রায় ২৫ থেকে ৩০ হাজার টাকার মত।
তবে সময় অনুযায়ী ভাড়ার তারতম্য হতে পারে। ফ্লাইটে করে আড়াই থেকে তিন ঘন্টার মধ্যে আপনি ঢাকা থেকে চেন্নাই পৌঁছে যাবেন। কেউ যদি ট্রেন যোগে চেন্নাই যেতে চান তাহলে আপনাকে ৩২ ঘন্টার একটা দীর্ঘ জার্নির জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। ট্রেনে হয়তো আপনার যাতায়াত খরচটা ফ্লাইটের থেকে অনেকটাই কম হবে কিন্তু এটি বেশ সময় সাপেক্ষ। বাস কিংবা ট্রেনে যদি চেন্নাই যেতে চান সে ক্ষেত্রে আপনাকে প্রথমে বাস কিংবা ট্রেনে ঢাকা থেকে কলকাতা যেতে হবে।
পরবর্তীতে কলকাতা থেকে চেন্নাই ট্রেনে আপনি যেতে পারবেন। তবে আপনার সাথে যদি গুরুতর অসুস্থ রোগী থাকে তাহলে এত বড় জার্নিটা না করাই আপনার জন্য ভালো হবে। বলে রাখি,আপনি চিকিৎসার জন্য ভারত যাওয়ার সিদ্ধান্ত নিলে আপনার সাথে অবশ্যই হিন্দি কিংবা ইংলিশ জানে এমন কাউকে সঙ্গী হিসেবে নিয়ে যাবেন। কারণ, চেন্নাইয়ের ডাক্তাররা সাধারণত তামিল এবং ইংলিশ ভাষায় কথা বলে।
আপনি বিমানবন্দরে নেমে প্রিপেইড ট্যাক্সি ভাড়া করে সরাসরি চলে যাবেন গ্রীমস রোডের চেন্নাই এপোলো হাসপাতালে। আপনি সেখানে যেয়ে অনেক বাংলাদেশির দেখাও পেতে পারেন। কারণ, অধিকাংশ বাংলাদেশী যারা চিকিৎসা করাতে চেন্নাই যান তারা হয় সিএমসি ভেলোরে ডাক্তার দেখান আর না হয় এ্যাপোলো হাসপাতালে ডাক্তার দেখান। অতঃপর ড্রাইভার আপনাদের অ্যাপোলো হাসপাতালের সামনে নামিয়ে দিলে আপনি হোটেলে চেক ইন করবেন।
ঢাকা থেকে চেন্নাই হাস্পাতাল যেভাবে যাবেন
সোজা চলে যাবেন হাসপাতালে মেইন বিল্ডিং এ। অ্যাপোলো হাসপাতালে প্রবেশ মুখেই ডানদিকে প্রথমে যে বিল্ডিংটা রয়েছে তার নাম হল Sundoori Black/ সুন্দুরি ব্লক ।আপনি এই ব্লকে থেকেই রেজিস্ট্রেশন করে নিতে পারবেন।আপনি যদি সকাল ১২ টার আগে হাসপাতালে পৌঁছাতে পারেন তাহলে দিনের মধ্যে ডাক্তার দেখিয়ে ফেলতে পারবেন।
আর তাই ঢাকা থেকে আসার আগে আপনি যদি অ্যাপোলো হাসপাতালের ওয়েবসাইটের মাধ্যমে ডাক্তারের এপয়েন্টমেন্ট নিয়ে রাখতে পারেন তবে সেটি আপনার জন্য ভালো হবে। অ্যাপোলো হাসপাতালের ওয়েবসাইটে সকল ডাক্তারের তালিকা দেওয়া রয়েছে এবং আপনি সেখান থেকে আপনার সমস্যা অনুযায়ী স্পেশালিস্ট ডাক্তারকে খুব সহজেই বেছে নিতে পারবেন।
আপনি যদি ছোটখাটো কোন চিকিৎসার জন্য যান সে ক্ষেত্রে ৮ থেকে ১০ দিনের প্ল্যান করলেই চলবেতবে, বড় মাপের কোন অপারেশনের জন্য গেলে আপনাকে কমপক্ষে ২০ দিনের মতো সময় নিয়ে যেতে হবে। আপনি হাসপাতালে যাওয়ার সময় অবশ্যই আপনার এবং রোগীর পাসপোর্ট সাথে নিতে কোনক্রমেই ভুলবেন না।
চেন্নাই এপোলো হাসপাতাল ডাক্তারের তালিকা
চেন্নাই এপোলো হাসপাতালের চিকিৎসকের তালিকা সম্পর্কে অনেকেই জানতে চান। আপনার সুবিধার জন্য চেন্নাই এপোলো হাসপাতালের বেস্ট ডক্টরদের তালিকা নিচে দেওয়া হল-
- ড: এ নবলাদি শকর, অর্থপেডিকস। ২২ বছরের অভিজ্ঞতা সম্পন্ন। এমবিবিএস; MNAMS; ডর্থো; ডি এন বি; FAO সোম-শুনি (9.00AM- 5.00pm)
- ডাঃ এপি প্রেম, জেনারেল সার্জারি। ২৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন। এমবিবিএস, এম এস- জেনারেল সার্জারি। সোম থেকে শনি (5.00pm-6:45pm)
- ডাঃ আব্দুল গফুর, সংক্রামক রোগ বিশেষজ্ঞ ।১৬ বছরের অভিজ্ঞতা সম্পন্ন,MD(MED), MRCP(UK), FRCPATH(UK), সোম থেকে শনি (4.00pm-5.00pm, 8.00am- 9.00am)
- ডাঃ আদিত্য শাহ, গাস্ট্রোএন্টারোলজি। ১০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন। ডিএম মেডিকেল গ্যাস্ট্রোএন্টারোলজি, সোম থেকে শনি (8:00am- 9:00am) (4:00pm-6:00pm)
- ডাঃ আনন্দ জ্ঞানরাজ, কার্ডিওলজি। ৯ বছরের অভিজ্ঞতা সম্পন্ন। এমবিবিএস, এমডি, ডিএম, এফএনবি । সোম থেকে শনি (3:00pm-5:00pm)
- ডাঃ আব্রাহাম ওমান, কার্ডিওলজি ।২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন। এমবিবিএস, এমডি-জেনারেল মেডিসিন ডিএম-কার্ডিওলজি, ডিএনবি-কার্ডিওলজি। সোম থেকে শনি (9:00am- 11:00am)
- ডাঃ অজয় নরসিংহন, কার্ডিওথোরাসিক এবং ভাস্কুলার সার্জারি। ৬ বছরের অভিজ্ঞতা সম্পন্ন। এমবিবিএস, এম এস, এমসিএইচ (কার্ডিওথোরাসিক সার্জারি)। সোম-শনি এবং মঙ্গল-শনি যথাক্রমে (4:00pm-6:00pm) এবং (4:00pm-5:00pm)
- চেন্নাইয়ের ব্যথা ব্যবস্থাপনা বিশেষজ্ঞ ডাঃ আনন্দকুমার জিএস। ১২ বছরের অভিজ্ঞতা সম্পন্ন। MBBS,MD,AFIPM,FIPP(USA) সোম থেকে শনি (8:00am-9:00am) এবং (4:00pm- 6:00pm)
- চেন্নাইয়ের জেনারেল ফিজিশিয়ান ডাঃ আরশাদ আকিল, জেনারেল মেডিসিন। ৩৭ বছরের অভিজ্ঞতা সম্পন্ন।MBBS, MD, FRCP, FACP, DABTM, FICA, FICA. সোম থেকে শনি (9:00am-6:00pm)
- ডাঃ অরুণ কানন, অর্থপেডিক্স। ৪ বছরের অভিজ্ঞতা সম্পন্ন। এমএস (অর্থোপেডিকসন) থেকে শনি (9:00am-5:00p
- ডাঃ অরুণ এন,মেডিকেল গ্যাস্ট্রো এন্টারোলজি। ১৪ বছরের অভিজ্ঞতা সম্পন্ন। ডিএনবি (পিইডি), ডিএম গ্যাস্ট্রো। সোম থেকে শনি (1:00pm-5:00pm)
- ডাঃ আরুলসেলভান ভি এল, নিউরোলজিস্ট। ১৪ বছরের অভিজ্ঞতা সম্পন্ন। এম,ডি ডিএনবি, ডিএম। সোম থেকে শনি(11:00am-5:00pm)
- চেন্নাইয়ের মনোরোগ বিশেষজ্ঞ ডাঃ অর্চনা ডি। ১০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন। সোম থেকে শনি (8:00am-10:15am)
- চেন্নাইয়ের বিশিষ্ট ডেন্টিস্ট ডাঃ অরুণ বাসুদেবন কে। ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন।MDS Periodontics- 1996. সোম থেকে শনি (10:30am- 1:45pm, 1:45pm- 5:30pm)
- চেন্নাই এর রেসপিরেটরি মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ বাবু কে আব্রাহাম। ১৩ বছর মেয়াদ, এপোলো হাসপাতাল গ্রিমস রোড চেন্নাই। এমবিবিএস , এমডি, এমআরসিপি। সোম থেকে শনি(4:00pm-6:00pm)
- চেন্নাইয়ের এন্টি বিশেষজ্ঞ ডাঃ বাবু মনোহর, ৩৬ বছরের অভিজ্ঞতা সম্পন্ন ।এমবিবিএস ,ডিএলও FRCS (ইংল্যান্ড)। সোম থেকে শনি (4:00 pm- 6:30pm, 8:00am - 12:30pm)
- ডাঃ বালাচান্দর কারী আপ্পা রেড্ডি, জেনারেল সার্জারি ১৬ বছরের অভিজ্ঞতা সম্পন্ন। এমবিবিএস, ডিএনবি (জেনারেল সার্জারি)। সোম থেকে শনি (4:00pm-6:00pm,8:00am- 9:00am)
- ডাঃ বালাচান্দর টি.জি, অস্ত্রপচার গ্যাস্ট্রোএন্টারোলজি। ৪৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন। এমবিবিএস,MS(GS)MAMS (অস্ট্রিয়া) M.Ch(Gastro) FRCS(UK). সোম থেকে শনি (8:00am-4:00am)
- চেন্নাইয়ের অর্থপেডিসিয়ান ডাঃ বালাজি শ্রীনিবাসন, অর্থোপেডিকস ।২৭ বছরের অভিজ্ঞতা সম্পন্ন। এমএস(অর্থো ),এমএসসি (অর্থ ইঞ্জি)(ইউকে) এমসিএইচ ( অর্থো) ইউকে সোম থেকে শনি (9:00am-2:30pm)
- চেন্নাইয়ের নিউরোসার্জন ডাঃ বালা মুরুগান এম, নিউরোসার্জারি। ২৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন DNB (নিউরো সার্জারি) সোম থেকে শনি (10:00am-10:45am)
অ্যাপোলো হাসপাতালে আপনি কিভাবে ডাক্তার দেখাবেন
চেন্নাই এপোলো হাসপাতালে চিকিৎসা খরচ জেনেছেন। কিন্তু চেন্নাই পৌঁছানোর পরে আপনি অ্যাপোলোর ডাক্তার দেখাবেন কিভাবে জানেন কি? চলুন সে প্রসঙ্গে জেনে নেওয়া যাক-
- মনে রাখবেন সকাল আটটা থেকে রেজিস্ট্রেশন শুরু হবে সে হিসেবে আপনি ৭ টার মধ্যে রেডি হয়ে যাবেন।
- আপনি ৭ টা ৩০ মিনিটে মেইন বিল্ডিং এর পাশে যে সুন্দরী ব্লক রয়েছে সেখানে রেজিস্ট্রেশন করতে চলে যাবেন। সেখান থেকে একটি রেজিস্ট্রেশন ফর্ম আপনি সংগ্রহ করবেন এবং সেটি পূরণ করবেন ঠিকঠাক মত।
- এই রেজিস্ট্রেশন ফর্ম এর সঙ্গে আপনি আপনার আধার কার্ড অথবা যারা বাইরে থেকে যাবেন তারা তাদের ভিসা কপি অ্যাড করে দেবেন।
- অতঃপর এই ফর্মটি নিয়ে আপনি দাঁড়াবেন ইন্টারন্যাশনাল পেসেন্ট কেয়ার নামক হসপিটালের ডানদিকের একটা রুমের সামনে।
- এরপরে আপনি যখন কাউন্টারে আসবেন তখন সেই কাউন্টারে দায়িত্ব রত ব্যক্তিটি আপনার কাছে আপনার রোগের বিষয়ে জানতে চাইবে।
- আপনার রোগের বিষয়ে কনফার্ম হলে আপনাকে সেই ডিপার্টমেন্টের ডক্টরের কাছে উনি রেফার করবেন। এই ক্ষেত্রে বলে রাখি, আপনি যদি আপনার পছন্দমত কোন ডাক্তারের নাম বলেন তাহলে উনারা সেই ডাক্তারের কাছে আপনাকে রেফার করে দেবেন ,আর আপনি যদি কোন ডাক্তারের নাম না জেনে থাকেন তাহলে আপনাকে ওনাদের রেফার করা ডক্টরের কাছেই যেতে হবে।
- পরবর্তী ধাপে উনি বলবেন ঠিক ওই রুমের উল্টো দিকে একটি পেমেন্ট কাউন্টার রয়েছে এই পেমেন্ট কাউন্টারে এসে আপনি সকল পেপারগুলো জমা দেবেন।
- যেহেতু আপনাকে উনি লিখে দিয়েছেন কোন ডক্টরের কাছে যেতে হবে তাই আপনি ওই কাউন্টারে ৩০০ টাকা দিয়ে একবারের জন্য একবার রেজিস্ট্রেশন করে নেবেন। এরপর শুরু হবে আপনার সিরিয়াল।
- সিরিয়াল পর্ব শেষ হলে আপনি ডক্টরের রুমে প্রবেশ করবেন। তারপর ডক্টর বাবু যদি মনে করেন তাহলে আপনার জন্য একটা প্রেসক্রিপশন করবেন। আবার ডক্টর যদি মনে করেন অন্য ডাক্তারের প্রয়োজন আছে তাহলে আপনার প্রেসক্রিপশন এ অন্য ডক্টরের কথা লিখে দিবে।
- আপনাকে মনে করিয়ে দেই আপনি যতগুলো ডক্টরের কাছে চিকিৎসা নিতে যাবেন প্রত্যেক ডক্টরের জন্য আপনাকে আলাদা আলাদা পেমেন্ট করতে হবে। ভিজিট এর ক্ষেত্রে ১০০০ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত ভিজিট হতে পারে সেটা ডক্টরের এক্সপেরিয়েন্স এর উপর সাধারণত নির্ভর করে। তবে দ্বিতীয়বার যদি এই ডক্টরের কাছে কোন পরামর্শ বা রিপোর্ট দেখাতে আসেন সেক্ষেত্রে আপনার কোন ভিজিট লাগবেনা।
- অ্যাপোলো হাসপাতালে পুরো বডি চেকআপ করতে গেলে প্রায় ১৫ হাজার টাকার মতো লেগে যায়। কোন প্যাকেজ ৬০০০ আবার কোন প্যাকেজ ৮০০০ টাকার মতো লেগে যায়।
- আপনি যদি বডি চেকআপ করাতে চান তাহলে মনে রাখবেন অ্যাপোলো হাসপাতালে কোন পরীক্ষা হয় না। হাসপাতাল থেকে বেরিয়ে দুই মিনিট হাটলে রাস্তার ঠিক উল্টোদিকে প্র হীন বলে একটি সেন্টার আপনার চোখে পড়বে। সেখানে আপনি এই পরীক্ষাগুলো করাতে পারবেন।
চেন্নাই এপোলো হাসপাতালে আন্তর্জাতিক রোগীদের জন্য সুযোগ সুবিধা
চেন্নাই এপোলো হাসপাতালে আন্তর্জাতিক রোগীদের জন্যও রয়েছে নানান সুবিধা। কারন, শুধু গোটা ভারত বর্ষ নয় বরং সারা বিশ্ব থেকে প্রতিবছর হাজার হাজার রোগী চিকিৎসার জন্য চেন্নাই এপোলো হাসপাতালে আসেন। এখানে হাসপাতালের উচ্চ প্রশিক্ষিত কর্মীরা বিদেশি রোগীদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে থাকে। আন্তর্জাতিক রোগীদের জন্য তাদের বিশেষ দোভাষীরও ব্যবস্থা রয়েছে। তারা শুধুমাত্র যে সর্বোচ্চ চিকিৎসা সেবাই প্রদান করবে তা কিন্তু নয়।
বরং বিমানবন্দরে আপনি পৌঁছানো মাত্রই সেখান থেকে আপনাকে তারা বিভিন্ন সেবা প্রদান করবে। তাছাড়া হাসপাতালের কাছাকাছি থাকা এবং খাওয়ার গাইডেন্স বা আন্তর্জাতিক বীমা কোম্পানিগুলোর দ্বারা কাভারেজ। এক্ষেত্রে আন্তর্জাতিক প্রতিনিধিরা তাদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে থাকে। তাছাড়া চেন্নাই এপোলো হাসপাতালের আরো কিছু সুযোগ সুবিধা রয়েছে।যেমন
- রুম ফোন
- ফ্রি ওয়াইফাই
- লন্ড্রি
- আপনার নিরাপত্তা ব্যবস্থা
- এই হাসপাতালের নার্স সেবা
- পরিষ্কার পরিচ্ছন্ন হাসপাতাল
- পার্কিং ব্যবস্থা
- এটিএম ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং
- আন্তর্জাতিক খাবারের সুব্যবস্থা
- অনলাইনে ডাক্তারের পরামর্শ
- স্বাস্থ্য বীমা সমন্বয়
- ডকুমেন্ট বৈধ করানো
- পোস্ট অপারেটর ফলোআপ
- বিদেশীদের জন্য দোভাষীর ব্যবস্থা
- ব্যক্তিগত কক্ষ
- গতিশীলতা এক্সেস যোগ্য কক্ষ
অ্যাপোলো হাসপাতালের অর্থোপেডিক ডাক্তারের তালিকা
এপোলো হাসপাতাল এর অর্থোপেডিক ডাক্তারের নামের তালিকা তালিকা নিচে দেওয়া হলো--
- ডক্টর অরুণ কান্নান- অর্থোপেডিক এবং যৌথ প্রতিস্থাপন সার্জন ,চেন্নাই ,ভারত।
- ডঃ রাজেশকর পি - অর্থোপেডিক এবং যৌথ প্রতিস্থাপন সার্জন ,চেন্নাই, ভারত।
- মুরালিধরন ভেঙ্কটসন - অর্থোপেডিক এবং যৌথ প্রতিস্থাপন সার্জন, চেন্নাই ,ভারত।
- ডক্টর গোপাল কৃষ্ণান- অর্থোপেডিক এবং যৌথ প্রতিস্থাপন সার্জন ,চেন্নাই ,ভারত।
- ডক্টর উমা চন্দ্রান এস- অর্থোপেডিক এবং যৌথ প্রতিস্থাপন সার্জন, চেন্নাই, ভারত।
- ডক্টর রবি ভি- অর্থোপেডিক এবং যৌথ প্রতিস্থাপন সার্জন, চেন্নাই, ভারত।
- ডক্টর সেন্থীল কুমার দুরাই- অর্থপেডিক এবং যৌথ প্রতিস্থাপন সার্জন, চেন্নাই ,ভারত।
- ডঃ মদন মোহন রেড্ডি- অর্থোপেডিক এবং যৌথ প্রতিস্থাপন সার্জন, চেন্নাই, ভারত।
- ডঃ মধু কিরণ ইয়ারলগদা- অর্থোপেডিক এবং যৌথ প্রতিস্থাপন সার্জন, চেন্নাই ,ভারত।
- ডক্টর কুনাল প্যাটেল- অর্থোপেডিক এবং যৌথ প্রতিস্থাপন সার্জন, চেন্নাই, ভারত।
- ডঃ কোসগান কে পি- অর্থোপেডিক এবং যৌথ প্রতিস্থাপন সার্জন ,চেন্নাই, ভারত।
- ডক্টর প্রবীণ কুমার কে এল- অর্থোপেডিক এবং যৌথ প্রতিস্থাপন সার্জন, চেন্নাই, ভারত।
- ডক্টর তিরুভেঙ্গোদা -অর্থপেডিক এবং যৌথ প্রতিস্থাপন সার্জন, চেন্নাই, ভারত।
চেন্নাইয়ের সেরা হাসপাতালের তালিকা
চেন্নাইয়ের সেরা হাসপাতাল গুলোর মধ্যে বেশ কিছু হাসপাতাল রয়েছে। আমাদের কারো অসুখ বিসুখ হলে আমরা চাই আমাদের সব থেকে সেরা চিকিৎসাটাই নিশ্চিত করতে। আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা যথেষ্ট ভালো তা সত্বেও অনেক সময়ই এখানে রোগের সঠিক ডায়াগনসিস সম্ভব হয় না। যার কারণে দেশের চিকিৎসা সেবার উপর অনেকেরই আস্থা বেশ কমে কমে এসেছে।
যার ফলে প্রতিবছর পাঁচ থেকে ছয় লক্ষ রোগী ভারতের চেন্নাই কলকাতা, মুম্বাই ,নয়া দিল্লি ,ব্যাঙ্গালোর ও হাইদ্রাবাদে চিকিৎসার জন্য ভারত যাচ্ছে এবং তাদের বেশিরভাগই পুরোপুরি সুস্থ হয়ে দেশে ফিরে আসছে। আপনাদের সুবিধার্থে চেন্নাই এর সেরা কয়েকটি হাসপাতালের তালিকা নিচে প্রদান করা হলো--
- অ্যাপোলো হসপিটাল - ওয়েবসাইট; https://www.apollohospitals.com/ ফোন; +914428296569/28293333
- ডঃ মেহতাস হসপিটাল- ওয়েবসাইট; http://www.mehtahospital.com/ ফোন; +91 9840 1856 44
- ফরটিস মালার হসপিটাল- ওয়েবসাইট; http:// www.fortismalar.com/ ফোন; +9189 3983 1205/8939 83 1211
- ফ্রন্টিয়ার লাইফ লাইন হসপিটাল- ওয়েবসাইট; http://www.frontierlifeline.com/ফোন; + 914 4420 17575
- ডঃ কামাক্ষী মেমোরিয়াল হসপিটাল- ওয়েবসাইট; https:// www.drkmh.com/ ফোন; +914 46 6 300 300/8056 300 300
চেন্নাই এপোলো হাসপাতালের বিশেষ একটি বৈশিষ্ট্য হলো এখানকার ডাক্তার নার্স থেকে শুরু করে যে সকল কর্মচারী কর্মকর্তা গন আছেন তারা সকলেই অনেক আন্তরিক। এখানের ডাক্তাররা অতি যত্ন সহকারে রোগীর কথা শোনেন এবং সঠিক ডায়াগনোসিস নিশ্চিত করেন।
চেন্নাই হাসপাতালের বিশেষীকরণ
- চেন্নাই এপোলো হাসপাতাল একটি ৩০০ শয্যা বিশিষ্ট NABH স্বীকৃত হাসপাতাল যা বিশ্বমানের ক্যান্সারের যত্নের জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা সরবরাহ করার জন্য ডিজাইন করা হয়েছে। বিশেষ করে রোগ নির্ণয় এবং বিকিরণ ক্ষেত্রে সবথেকে উন্নত প্রযুক্তি এবং বিখ্যাত বিশেষজ্ঞদের সমন্বয় একটি অনকোলজি দল ও প্যারামেডিকেল পেশাদারের একটি সুপ্রশিক্ষিত দল।
- অ্যাপোলো ট্রান্সপ্লান্ট ইনস্টিটিউট এটি বিশ্বের বৃহত্তম এবং ব্যস্ত সলিড ট্রান্সপ্লান্ট প্রোগ্রাম গুলির মধ্যে একটি।
- আর্ট লিভার ইনটেন্সিভ কেয়ার ইউনিট, ৩২০ স্লাইস সিটি স্ক্যানার, অপারেশন থিয়েটারের, ক্যাভিট্রন আল্ট্রাসনিক সার্জিক্যাল এসপিরেটর, আর্গন লেজার জমাট, এবং রক্তহীন লিভার সার্জারি সক্ষম করার জন্য বিভিন্ন সার্জিক্যাল সরঞ্জাম।
- অ্যাপোলো হাসপাতালের কার্ডিওলজি এবং কার্ডিথোরাসিক সার্জারির কেন্দ্রগুলো হল বিশ্বের সবথেকে সেরা এবং বৃহত্তম কার্ভিয় ভাস্কুলার গ্রুপ গুলির মধ্যে একটি। যেখানে প্রায় 14 টি বিশ্বমানের ইনস্টিটিউট রয়েছে এবং ৪০০ জনেরও বেশি কার্ডিওলজিস্ট রয়েছে।
চেন্নাই এপোলো হাসপাতালে চিকিৎসা খরচ সম্পর্কে আমার অভিমত
চেন্নাই এপোলো হাসপাতালে চিকিৎসা খরচ অন্যান্য হাসপাতালের থেকে বেশ ব্যয়বহুল বলে এই হাসপাতালকে খরুচে হাসপাতালও বলা হয়ে থাকে। এই হাসপাতালের চিকিৎসা খরচ যেমন ব্যয়বহুল তেমনি অন্যান্য হাসপাতালের থেকে খুব দ্রুত রোগীকে চিকিৎসা সেবা দেয়া শুরু করে।
সম্মানিত পাঠক,আশা করছি যারা ভবিষ্যতে চেন্নাই চিকিৎসা নেওয়ার কথা ভাবছেন তাদের জন্য আর্টিকেলটি অনেকটাই উপকারে আসবে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী আর্টিকেল পেতে আমাদের পিন পয়েন্ট ম্যাক্স ওয়েবসাইটের সাথেই থাকুন। আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।
পিন পয়েন্ট ম্যাক্স এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url