শিমুল মূলের উপকারিতা ও খাওয়ার নিয়ম বিস্তারিত জানুন
শিমুল মূলের উপকারিতা ও খাওয়ার নিয়ম সম্পর্কে আপনি জানতে চান? শিমুল মূলের পাউডার খাওয়ার উপকারিতা সম্পর্কে জানেন কি? যদি না জেনে থাকেন তাহলে আজকের এই আর্টিকেলকে আপনার জন্যই।
আজকে আমাদের আর্টিকেলের আলোচনা থেকে আপনি জানতে পারবেন শিমুল মূলের উপকারি দিক, খাওয়ার নিয়ম এবং এর পাউডার সেবনের উপকারিতা সম্পর্কে। চলুন তাহলে দেরি না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের আর্টিকেলটি পড়ে নিন।
পোস্ট সূচিপত্র: শিমুল মূলের উপকারিতা ও খাওয়ার নিয়ম
- শিমুল মূল খাওয়ার উপকারিতা
- শিমুল মূলের পাউডার খাওয়ার নিয়ম
- শিমুল গাছের উপকারিতা
- শিমুল মূলের পাউডার খাওয়ার উপকারিতা
- শিমুল মুলের পুষ্টি উপাদান সমূহ
- খালি পেটে শিমুল মুল খাওয়ার উপকারিতা
- কাঁচা শিমুল মূল খেলে কি হয়
- শিমুল মূল কোথায় পাওয়া যায়
- শিমুল মুল খাওয়ার পার্শ্ব প্রতিক্রিয়া
- শিমুল মূল চূর্ণের দাম
- শিমুল মূলের উপকারিতা ও খাওয়ার নিয়ম সম্পর্কে আমার মন্তব্য
শিমুল মূল খাওয়ার উপকারিতা
শিমুল মূল খাওয়ার উপকারিতা ও খাওয়ার নিয়ম আমরা অনেকেই জানিনা। অথচ এই ভেষজ আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। আলোচনার শুরুতেই চলুন শিমুল মূল খাওয়ার উপকারিতা গুলো জেনে নিই-
আরো পড়ুনঃ লেবু দিয়ে ওজন কমানোর কার্যকরী ৭টি উপায়
- অনেক সময় আমাদের শরীরে ফোঁড়া দেখা যায়। এই ফোড়ার ব্যথা অধিক যন্ত্রণাদায়ক এবং এই ব্যথা থেকে মুক্তি সহজেই মেলেনা। ফোড়ার এই ব্যথা থেকে আপনি যদি মুক্তি পেতে চান তাহলে শিমুল মূল অথবা শিমুল মূলের গুঁড়ো দিয়ে পেস্ট তৈরি করে যদি ক্ষতস্থানে লাগান সে ক্ষেত্রে দ্রুত ব্যথার উপশম হয়।
- অনেক সময় মহিলাদের অতিরিক্ত রক্তস্ব্রাবের সমস্যা দেখা দেয়। এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনি যদি খালি পেটে শিমুল মূল খেতে পারেন তাহলে আপনার এই সমস্যা অনেকটাই লাঘব হবে।যা
- যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যা যেমন রক্ত আমাশয়, ডায়রিয়াতে ভুগছেন তারা নিয়মিত নিয়ম করে কয়েক দিন শিমুল মূলের গুড়োর সাথে ছাগলের দুধ পান করলে ভালো ফল পাবেন।
- যারা মেছতার সমস্যায় ভুগছেন তাদের জন্য শিমুল মূল হতে পারে একটি উপদেয় ভেষজ ঔষধ। শিমুল মূলের সঠিক ব্যবহারে মেছতা অনেকটাই দূর হয়ে যায়।
- শিমুল মুল খেলে পুরুষের শুক্রাণু অনেক গুণ বৃদ্ধি পায়।
- যারা অপুষ্টিতে ভুগছেন তাদের জন্য শিমুল মূল ভীষণই কার্যকরী।
- গর্ভবতী মায়ের বুকের দুধ বৃদ্ধি করনে শিমুল মূল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
- শিমুল মূল আপনার স্নায়বিক দুর্বলতা কে অনেকটাই দূর করতে সাহায্য করে।
- যাদের প্রেসারের সমস্যা রয়েছে তাদের জন্য শিমুল মূল ভীষণ কার্যকরী।
- আপনার পুরো বয়স পর্যন্ত যৌবন ধরে রাখতে সাহায্য করবে এই শিমুল মূল।
- পিপাসা নিবারক হিসেবে কাজ করে এই শিমুল মূল।
- যারা ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন তারা শিমুল মূল খেতে পারেন। কারণ, ডায়াবেটিস প্রতিরোধক হিসেবে শিমুল মূল ব্যবহৃত হয়।
- মাসিকের সময় অতিরিক্ত রক্তপাত হলে শিমুল গাছের মূল খুব ভালো কাজ করে।
- শিমুল মূল আপনার শরীরের রক্ত পরিশোধনে সাহায্য করে।
- আপনার ত্বকের ব্রণ এবং ব্রনের দাঁত দূর করতে সাহায্য করে শিমুল মূল।
- পুরুষের অকাল বীর্যপাত প্রতিরোধে সাহায্য করে শিমুল মূল।
- শিমুল মুল আপনার শরীরের পেশী গুলোতে শক্তি সরবরাহ করে।
- পুরুষের ইরেকটাইল ডিসফাংশন চিকিৎসার জন্য ব্যবহৃত হয় শিমুল।
শিমুল মূলের পাউডার খাওয়ার নিয়ম
শিমুল মূলের নানাবিধ উপকারিতা ও খাওয়ার নিয়ম জেনেছেন। এবার জানাবো এই মূলের পাউডার খাওয়ার নিয়ম। শিমুল মূল হিসেবে এবং শিমুল মূল পাউডার হিসেবেও খাওয়া যায়। তবে পাউডারের থেকে প্রাকৃতিকভাবে উত্তোলন করে শিমুল মুল খেলে আপনি সব থেকে বেশি উপকার পাবেন। তবে বিভিন্ন জায়গায় শিমুল মূল চাষাবাদ হয় না যার ফলে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া বেশ অসুবিধা হয়।
সেক্ষেত্রে একটি পদ্ধতি রয়েছে যেখানে শিমুল মূল তুলে নিয়ে এসে গুড়ো করে তা প্যাকেটজাত করে বাজারজাত করা হয়। এটিকেই শিমুল মূল পাউডার বলে। শিমুল মনের পাউডার আপনি বিভিন্নভাবে খেতে পারেন। তো চলুন শিমুল মুলের পাউডার আপনি কিভাবে খাবেন সে সম্পর্কে জেনে নিন--
- শিমুল মুলের পাউডার প্রতিদিন সকালে আপনি যদি খালি পেটে ১ গ্লাস দুধের মধ্যে ১-২ চা চামচ পরিমাণে দিয়ে মিশ্রণ করে খান তাহলে সবচেয়ে বেশি উপকার পাবেন।
- আপনি যদি শুধু শিমুল মূল খেতে না তাহলে পারেন শিমুল মূলের গুঁড়ো রুটি বানানোর সময় আটার সাথে মিশিয়েও খেতে পারেন
- এছাড়া শিমুল মুলের পাউডার গরম পানির সাথে মিশিয়েও আপনি খেতে পারেন।
- আপনি দিনের বেলা সকালে এবং রাতে এই শিমুল মূল সেবন করতে পারেন। মনে রাখবেন, দুইবারের বেশি শিমুল মূল খাওয়া যাবেনা। আর সব থেকে পুষ্টিকর মাধ্যম হলো প্রাকৃতিক শিমুল মূল চিবিয়ে খাওয়া ।
শিমুল গাছের উপকারিতা
শিমুল মূলের উপকারিতা ও খাওয়ার নিয়ম আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি। শিমুলের তুলা সাধারণত বালিশ, তোষক ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে। বাংলাদেশের প্রায় সর্বোচ্চই কম বেশি শিমুল গাছ জন্মে থাকে। তাছাড়া চীন, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়াতে প্রচুর পরিমাণে শিমুল গাছ জন্মে। শিমুল গাছের শুধু তুলা নয় বরং শিমুল গাছের ছাল কষ ফুল ও বীজ ঔষধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে যুগ যুগ ধরে। এবার চলুন শিমুল গাছের উপকারিতা গুলো কি কি তা জেনে নেওয়া যাক --
- প্রথমেই বলি, শিমুল গাছের ছাল আপনি পাটায় বেটে যদি আপনার মুখের ব্রণের উপরে প্রলেপ দেন তাহলে ব্রণের সমস্যা দূর হবে ।
- আপনার কাশির সমস্যা হলে শিমুলের মূল বেটে লেবুর রসের সাথে মিশিয়ে যদি খেতে পারেন তাহলে কাশি ভালো হবে।
- কুকুরে কামড়ালে সাতটি শিমুল বীজ সাত দিন কলার সাথে রোজ সকালে খেতে পারলে জলাতঙ্কের আশঙ্কা থেকে অনেকটাই মুক্তি পাওয়া যায়।
- মেছতার সমস্যা থাকলে আপনি শিমুলের কাটা দুধে-পেটে মুখে মাখবেন এতে করে দেখবেন মেছতা অনেকটাই গায়েব হয়ে গেছে।
- শিমুল গাছের তুলা নিয়ে তাতে শিমুল গাছের ছাল দিয়ে ভিজিয়ে ক্ষত ঘায়ে দিন তাতে আপনার ঘা সেরে যাবে।
- শিমুল গাছের ফুল বেটে ঘিয়ে ভেজে লবণের সঙ্গে খেলে প্রদরের ভীষণ উপকার হয়।
শিমুল মূলের পাউডার খাওয়ার উপকারিতা
শিমুল মূলের পাউডার খাওয়ার বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা রয়েছে। অনেকেই আছেন যারা শিমুল মূলের পাউডার এর উপকারিতা সম্পর্কে অবগত নন। তো চলুন এবার জেনে নিন এর উপকারিতা সম্পর্কে-
- শিমুল মূল পুরুষের বীর্য গাড় করে।
- শারীরিক শক্তি বৃদ্ধিতে বিশেষভাবে সাহায্য করে।
- মহিলাদের লিউকোরিয়া ও অতিরিক্ত রক্তস্রাবে বিশেষভাবে কার্যকরী এই শিমুল মূল।
- শিমুল মূলের পাউডার খেলে পুরুষের শুক্রাণু অনেক গুণ বৃদ্ধি পায় এবং যৌন ক্ষমতা অনেকক্ষণ ধরে রাখা যায়।
- এটি আপনার দাঁতের মাড়িকে মজবুত এবং শক্ত করে।
শিমুল মুলের পুষ্টি উপাদান সমূহ
শিমুল মূলের উপকারিতা ও খাওয়ার নিয়ম জানার পর এবার নিশ্চয়ই এর পুষ্টিগুণ সম্পর্কে জানতে চান। শিমুল মূলে যে সকল পুষ্টি উপাদান রয়েছে সেগুলো হলো--
- স্টার্স ৭১.২%
- আদ্রতা ৭.৫%
- প্রোটিন ১.২%
- চিনি ৮.২%
- খনিজ পদার্থ ২.১%
- চর্বি 0.9%
- ট্যানিন ০.৯%
- সেলুলোজ ২%এবং
- ৯৩ মিলিগ্রাম।
খালি পেটে শিমুল মূল খাওয়ার উপকারিতা
শিমুল মূলের উপকারিতা ও খাওয়ার নিয়ম আপনি ইতিমধ্যেই জেনেছেন। শিমুল গাছ সাধারণত সৌন্দর্য বর্ধক হিসেবে লাগালেও এটি একটি ঔষধি উদ্ভিদ। এর মূলে রয়েছে নানাবিধ ঔষধি গুনাগুন। শিমুল গাছের বৈজ্ঞানিক নাম "Bombax Ceiba"। শিমুল গাছ সাধারণত ১৫ থেকে ২০ মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। বাংলাদেশের সর্বোচ্চ শিমুল গাছ কম বেশি জন্মে থাকে।
তাছাড়া ইন্দোনেশিয়া, দক্ষিণ চীন, হংকং এবং তাইওয়ানেও ব্যাপকভাবে শিমুল গাছের চাষ করা হয়। ছোট শিমুল গাছের মাটির নিচের অংশ শিমুল মূল হিসেবে পরিচিত। এবার চলুন খালি পেটে শিমুল খাওয়ার কিছু উপকারিতা জেনে নেওয়া যাক--
- খালি পেটে আপনি শিমুল মুল খেলে ফোঁড়ার ব্যথা থেকে মুক্তি পেতে পারেন।
- আপনার শরীরের যে কোন ক্ষতস্থানে শিমুল মূল সেজে লাগালে সে কত স্থান দ্রুত সেরে যায়।
- আপনি খালি পেটে শিমুল মূল খেলে আপনার যৌন দুর্বলতা এবং শারীরিক দুর্বলতা বিশেষভাবে কমে আসবে।
- আমাদের দেশের আনাচে কানাচে অনেক শিমুল গাছ দেখা যায় এবং এটি একটি ভেষজ উদ্ভিদ। সাধারণত বসন্তকালে এই শিমুল গাছের ফুল দেখা যায় এবং এ গাছ থেকে ভালো মানের তুলা উৎপাদন করা যায়।
কাঁচা শিমুল মূল খেলে কি হয়
শিমুল মূলের স্বাস্থ্য উপকারিতা ও খাওয়ার নিয়ম আপনি খানিক আগেই জেনেছেন। এর উপকারিতা পেতে আপনি কাঁচা শিমুল মূলও খেতে পারেন। শিমুল মূল কাঁচা অবস্থায় খেলে কিছু উপকার পাওয়া যেতে পারে। যেমন-
- আপনি যদি শিমুল মূল কাঁচা খেতে পারেন তাহলে আপনার পাচন সিস্টেমে উন্নতি হবে। কারণ, কাঁচা শিমুল মূল খেলে এটি জাঁঠরের কাজে সহায়তা করে এবং পেটে অবশিষ্ট খাদ্য বিচ্ছিন্ন করে উপকারিতা দেয়।
- শিমুল মূলে বিটা ক্যারোডিন, ভিটামিন এ, ভিটামিন সি, ফলিক এসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান গুলো পাওয়া যায়। এগুলি প্রত্যেকটি স্বাস্থ্যকর উপাদান যা আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কে বৃদ্ধি করে।
- শিমুল বলে যে জৈবিক উপাদানগুলি রয়েছে সেগুলি আপনার চুলের সুস্বাস্থ্য বজায় রাখে। এটি আপনার চুলের পুনর জীবন এবং বিচ্ছিন্ন চুলের বিকল্প হিসেবেও বেশ উপকারিতা দেয়।
- তাছাড়া শিমুল মূল থেকে জৈবিক উপাদান আপনার স্কিনের জন্য বেশ উপকারী। এই উপাদানগুলো আপনার ত্বকের মধ্যে মিশে যাওয়ার সাথে সাথে আপনার ত্বকের মধ্যে নিউট্রিশন প্রদান করে এবং আপনার ত্বককে সুন্দর রাখে। তাছাড়া শিমুল মূলের পাউডার খাওয়ার উপকারিতা ইতিমধ্যেই জেনেছেন আজকের আলোচনায়।
শিমুল মূল কোথায় পাওয়া যায়
শিমুল মূল আপনি যে কোন দোকানে পাবেন না। আপনাকে শিমুল মূল পাওয়ার জন্য বিভিন্ন আয়ুর্বেদিক দোকানগুলিতে দেখতে হবে যেখানে আয়ুর্বেদিক এবং ভেষজ পণ্য বিক্রি করা হয়। এছাড়া হারবাল পণ্য বিক্রি করা হয় এমন দোকানেও আপনি শিমুল মূল পেতে পারেন।আগে বাংলাদেশের প্রতিটি অঞ্চলে প্রায় শিমুল গাছ দেখা যেত।
কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে বর্তমানে গাছটি খুব কম দেখা যায়। একসময় শিমুল তুলা বাংলাদেশে ব্যাপক পরিচিতি লাভ করেছিল। যার ফলশ্রুতিতে বাংলাদেশের চাষ করা হতো। তবে বর্তমানে শিমুল মনের উপকারিতা কথা ভেবে অনেকেই উদ্যোগ গ্রহণ করে শিমুল মূল চাষাবাদ শুরু করেছে।
আপনি শিমুল মূল গ্রাম অঞ্চলের যে কোন জায়গাতেই পাবেন। বর্তমানে অনলাইনের যুগে আমরা ঘরে বসে অনেক কিছু অর্ডার করে থাকি।সে হিসেবে আপনি বিভিন্ন অনলাইন প্লাটফর্ম থেকেও শিমুল মূলের গুড়ো সংগ্রহ করতে পারেন। তাছাড়া শিমুল মূলের উপকারিতা ও খাওয়ার নিয়ম আপনি আজকে আলোচনার শুরুতেই জেনেছেন।
শিমুল মূল খাওয়ার পার্শ্ব প্রতিক্রিয়া
শিমুল মূলের স্বাস্থ্যগত উপকারিতা ও খাওয়ার নিয়ম যেমন রয়েছে তেমনি এর কিছু অপকারিতাও রয়েছে। তাছাড়া প্রত্যেকটি জিনিস এটি ভালো মন্দ দুটি দিকই রয়েছে। তাই আমাদের উচিত সবকিছু নিয়ম মেনে পরিমিত পরিমাণ খাওয়া। শিমুল মূলের পার্শ্ব প্রতিক্রিয়া গুলো কি হতে পারে চলুন জেনে নেওয়া যাক-
- অনেক সময় শিমুল মুল খেলে পেটে গ্যাস বা এসিডিটির সৃষ্টি হয়। তাই যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারা শিমুল মূল এড়িয়ে চলবেন।
- যারা শিমুল মূল খেতে একেবারে অভ্যস্ত না তাদের জন্য শিমুল মূল খাওয়া উচিত নয়। কারণ, এতে আপনার বমি বমি ভাব হতে পারে।
- খালি পেটে শিমুল মূল কখনো খাবেন না এতে আপনার পেটের সমস্যা হতে পারে।
- যাদের অ্যালার্জিজনিত সমস্যা রয়েছে শরীরে তাদের জন্য শিমুলের মূল স্বাস্থ্যকর নাও হতে পারে ।তাই যাদের ত্বকে এলার্জি আছে তারা শিমুল মূল খাওয়া থেকে দূরে থাকুন।
- অতিরিক্ত শিমুল মূল গ্রহণের ফলে আপনার শরীরে বিষাক্ততা সৃষ্টি হতে পারে।মাথাব্যথা সহ আরো গুরুতর স্বাস্থ্য সমস্যা ও সৃষ্টি হতে পারে।
- গর্ভাবস্থায় আপনি শিমুলের মূল খাওয়া থেকে নিজেকে বিরত রাখুন কেননা গর্ভাবস্থায় শিমুল মূল খেলে আপনার গর্ভপাতের সমস্যা ও দেখা দিতে পারে।
শিমুল মূল চূর্ণের দাম
শিমুল মূলের উপকারিতা ও খাওয়ার নিয়ম জেনেছেন। এবার জানাবো এর দাম সম্পর্কে। শিমুল মূল চূর্ণের দাম কত হতে পারে তা আমাদের অনেকেরই অজানা। সাধারণত শিমুল মূলের পাউডার যতটা গুণগত মানসম্পন্ন হবে এর দামও ততটাই বেশি পড়বে। আবার অনেক সময় ব্র্যান্ডের উপরেও এর দাম নির্ভর করে থাকে।
বর্তমানে বিভিন্ন অনলাইন প্লাটফর্মে শিমুল মূল চূর্ণ বা শিমুল পাউডার বিক্রি করা হয়। যার জন্য এর সঠিক দাম বলা একেবারেই সম্ভব না। তবে শিমুল মূল প্রক্রিয়াজাত করে বাজারে আসার কারণে এর দাম একটু বেশি হয়ে থাকে। বর্তমান বাজার অনুযায়ী এক প্যাকেট ১৭৫ গ্রাম শিমুল মূল চূর্ণ-র দাম পড়ে ২২৫ থেকে ২৩০ টাকা পর্যন্ত। তবে এই দাম সময়ের সাথে সাথে এবং স্থান অনুযায়ী কম বেশি হতে পারে।
শিমুল মূলের উপকারিতা ও খাওয়ার নিয়ম সম্পর্কে আমার মন্তব্য
শিমুল মূলের উপকারিতা এবং খাওয়ার নিয়ম সম্পর্কে আশা করছি এই পোস্টের মাধ্যমে আপনি বিস্তারিত ভাবে জানতে পেরেছেন। শিমুল মূলের আরো নানান ধরনের ঔষধি গুনাগুন ও উপকারিতা রয়েছে । শিমুল মূলে অসাধারণ সব ভেষজ গুণাবলী থাকার কারণে একে প্রাকৃতিক ভায়াগ্রাও বলা হয়ে থাকে।
আপনি শিমুল মূল বাজার থেকে নিয়ে এসেও খেতে পারেন এর কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। কারণ, এটি সম্পূর্ণ প্রাকৃতিক একটি উপাদান। তাই আর দেরি না করে আজ থেকেই নিয়ম করে শিমুল মূল সেবন শুরু করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী আর্টিকেল পেতে আমাদের পিন পয়েন্ট ম্যাক্স ওয়েবসাইটের সাথেই থাকুন। ধন্যবাদ।
ভাই আপনার তথ্য পড়ে অনেক উপকারী হলাম এরকম সুন্দর কন্টেন্ট পড়তে ও ভালো লাগে ধন্যবাদ
এই রকম আরো তথ্য নির্ভর আর্টিকেল পেতে প্রতিনিয়ত চোখ রাখুন আমাদের পিন পয়েন্ট ম্যাক্স ওয়েবসাইট এ। ধন্যবাদ