ডাচ বাংলা ব্যাংক লোন পদ্ধতি সম্পর্কে জানুন ২০২৫

ডাচ বাংলা ব্যাংক লোন সম্পর্কে আপনি জানতে চান? ডাচ-বাংলা ব্যাংক লোন নিতে কি কি লাগে জানেন কি? না জেনে থাকলে আজকের আর্টিকেল থেকে আপনি তা জেনে নিতে পারবেন।

ডাচ-বাংলা-ব্যাংক-লোন-পদ্ধতি-২০২৫
কারন, আজকে আমরা আলোচনা করব ডাচ-বাংলা ব্যাংকের লোন পদ্ধতি, ডাচ বাংলা ব্যাংক লোন সুবিধা, ডাচ-বাংলা ব্যাংক লোন নিতে কি কি লাগে এবং ডাচ বাংলা লোন সম্পর্কিত যাবতীয় সকল তথ্য। তাহলে চলুন,আর দেরি না করে আজকের মত আলোচনা শুরু করা যাক।

পোস্ট সূচিপত্রঃ ডাচ বাংলা ব্যাংক লোন

ডাচ-বাংলা ব্যাংক লোন নিতে কি কি লাগে

ডাচ বাংলা ব্যাংক লোন পদ্ধতি সম্পর্কে জানার আগে আপনাকে জেনে নিতে হবে এই লোন নিতে আপনার কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে। তাই প্রথমেই চলুন ডাচ-বাংলা ব্যাংক থেকে লোন নিতে  কি কি প্রয়োজন হবে, আপনি আপনার কোন কোন ডকুমেন্টস সংগ্রহে রাখবেন সে সম্পর্কে জেনে নিন--
প্রয়োজনীয় ডকুমেন্টস
  • জাতীয় পরিচয় পত্রঃ শুধু ডাচ বাংলা ব্যাংক নয় প্রত্যেকটি ব্যাংক লোনের ক্ষেত্রেই প্রয়োজন হবে আপনার জাতীয় পরিচয় পত্র (NID) বা পাসপোর্ট।
  • ছবিঃ আপনার সদ্য তোলা এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি।
  • ব্যাংক স্টেটমেন্টঃ আপনার একটি ব্যাংক স্টেটমেন্ট লাগবে এবং সেটি কমপক্ষে ছয় মাসের হতে হবে।
  • ঋণের পরিমাণঃ যদি আপনার ঋণের পরিমাণ ৫ লক্ষ বা তারও বেশি হয় সে ক্ষেত্রে প্রয়োজন হবে TIN/e Tin
  • চাকরি অথবা ব্যবসার তথ্যঃ আপনি যদি চাকুরীজীবী হন তাহলে আপনার চাকরির প্রশংসা পত্র এবং অভিজ্ঞতা সার্টিফিকেট,যদি ব্যবসায়ী হন তাহলে ব্যবসার নিবন্ধন সার্টিফিকেট,পরিচয় পত্র এবং ব্যবসার প্রমাণাদি প্রয়োজন হবে।
  • গ্যারান্টি বা জামানতঃ অনেক সময়, ব্যাংক লোনের জন্য জামানত বা গ্যারান্টি চেয়ে থাকে।এটা বিভিন্ন রকমের হতে পারে যেমন ধরুন- ফিক্সড ডিপোজিট,প্রোপার্টি অথবা অন্যান্য মূল্যবান সম্পদ।

ডাচ-বাংলা-ব্যাংক-লোন-পদ্ধতি-২০২৫
অন্যান্য শর্তাবলী
  • বয়সঃ ডাচ বাংলা ব্যাংক থেকে লোন নেওয়ার ক্ষেত্রে আবেদনকারীর বয়স অবশ্যই ১৮ বছরের বেশি হতে হবে।
  • লোনের পরিমাণ এবং মেয়াদঃ আপনি কি পরিমান লোন চাইছেন এবং কত মেয়াদে লোন ফেরত দিতে পারবেন সেটি উল্লেখ করতে হবে।
  • সর্বোচ্চ বয়সসীমাঃ ডাচ বাংলা ব্যাংক থেকে লোন নেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা হতে হবে গ্রাহকের অবসর নেওয়ার সময়কাল পর্যন্ত।
চাকরির রিকোয়ারমেন্ট
ডাচ বাংলা ব্যাংক থেকে লোন নেওয়ার ক্ষেত্রে আপনাকে যে সমস্ত চাকরি বা পেশায় নিযুক্ত থাকতে হবে সেগুলো হল-
  • চাকুরী
  • ব্যবসা
  • বাসা ভাড়া
  • ডাক্তার
  • প্রকৌশলী
  • এবং অন্যান্য যেকোনো বৈধ ব্যবসা।
ডাচ-বাংলা ব্যাংক থেকে লোন নিতে উপরিউক্ত এই ডকুমেন্টস গুলো আপনি সংগ্রহ করে আপনার নিকটবর্তী ডাচ বাংলা ব্যাংকের যে কোন শাখায় যেয়ে একজন ব্যাংক কর্মকর্তার সাথে যোগাযোগ করুন। এরপর তিনি আপনাকে সঠিক দিক নির্দেশনা এবং প্রয়োজনীয় সাহায্য প্রদান করবে।

ডাচ বাংলা ব্যাংক লোনের সুবিধা

ডাচ-বাংলা ব্যাংক লোনের বেশ কিছু সুবিধা রয়েছে। ডাচ বাংলা ব্যাংক থেকে লোন নিলে আপনি কি কি সুবিধা পাবেন এবার সেগুলি জেনে নিন-

  • ডাচ বাংলা ব্যাংক সাধারণত প্রতিযোগিতামূলক ওষুধের হার প্রদান করে,যা আপনাকে লোনের খরচ কমাতে সাহায্য করবে।
  • ব্যাংকটি আপনাকে পার্সোনাল লোন,হোম লোন,অটো লোন, বিজনেস লোন ইত্যাদি বিভিন্ন ধরনের লোন প্রদান করবে যা আপনার বিভিন্ন প্রয়োজন মিটাবে।
  • ডাচ বাংলা ব্যাংকে লোন এর জন্য আবেদন প্রক্রিয়া অত্যন্ত সহজ এবং দ্রুততম সময়ের মধ্যে হয়। তাছাড়া অনলাইনে আবেদন করার সুবিধা রয়েছে যা আপনার সময় বাঁচাবে।
  • ব্যাংকটির গ্রাহক সেবা অত্যন্ত ভালো মানের এবং দক্ষ যা আপনাকে লোন প্রক্রিয়া সম্পর্কে সহযোগিতা করবে এবং যেকোনো ধরনের প্রশ্নের উত্তর খুব দ্রুত দেয়।
  • ডাচ বাংলা ব্যাংক বেশিরভাগ ক্ষেত্রে উচ্চ পরিমাণ অনুমোদন করে থাকে যা আপনার বড় প্রজেক্ট বা গুরুত্বপূর্ণ প্রয়োজন মেটাতে পারবে।
  • ব্যাংকটি বিভিন্ন মেয়াদের লোন প্রদান করে থাকে।যাতে করে আপনি আপনার সুবিধা মত কিস্তিতে সময় মত লোন পরিশোধ করতে পারেন।
  • লোন পরিশোধের সময়সূচি এবং স্থির পরিমাণ আপনার আর্থিক পরিস্থিতির ওপর বিবেচনা করে নমনীয় হতে পারে।
  • কিছু লোন প্রকারে জামানতের বিকল্প হিসেবে অন্যান্য বিকল্প প্রস্তাবিত হয়।যেমন ধরুন-আপনার আয়ের ভিত্তিতে লোন অনুমোদন হতে পারে।
  • আপনার সুবিধার জন্য ডাচ বাংলা ব্যাংক সহজ পরিকল্পনা প্রদান করে থাকে যা আপনার মাসিক পেমেন্ট আরো সহজেতর করে।
  • ডাচ বাংলা ব্যাংকের স্মার্ট ব্যাংকিং সেবা যেমন- মোবাইল ব্যাংকিং,অনলাইন ব্যাংকিং আপনাকে লোনের স্ট্যাটাস ট্র্যাক করতে এবং কিস্তি পরিশোধ করতে সাহায্য করে।

উপরিউক্ত এই সুবিধা গুলো ছাড়াও ডাচ-বাংলা ব্যাংক আপনার নির্দিষ্ট প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে আরো বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রদান করে থাকে। যাতে করে আপনি আরো সহজে এবং সুবিধা জনক ভাবে লোন গ্রহণ করতে পারেন।

ডাচ বাংলা ব্যাংক স্যালারি লোন

ডাচ-বাংলা ব্যাংক লোন নিতে কি কি লাগে জানার পর, আপনি এবার নিশ্চয় এই ব্যাংকের স্যালারি লোন সম্পর্কে জানতে চান। ডাচ বাংলা ব্যাংকের স্যালারি লোন সাধারণত প্রাতিষ্ঠানিক কর্মচারী কর্মকর্তাদের জন্য একটি সহজ এবং অসুবিধা জনক লোন প্রস্তাব। এই লোনটি মূলত কর্মচারী কর্মকর্তাদের স্যালারির ভিত্তিতে দেওয়া হয় এবং এর মাধ্যমে তারা তাদের বিভিন্ন প্রয়োজনীয়তা পূরণ করতে পারে। এবার চলুন ডাচ বাংলা ব্যাংক স্যালারি লোন সম্পর্কে বিস্তারিত জেনে নিন- 
লোনের পরিমাণ,সুদ ও মেয়াদ
ডাচ বাংলা ব্যাংক আপনাকে ৯% হারে স্যালারি লোন প্রদান করে থাকে। নিচে একটি ছকের মাধ্যমে আপনি স্যালারি লোডের পরিমাণ সুদ এবং মেয়াদ সম্পর্কে বিস্তারিত জেনে নিন-
 
লোন সম্পর্কিত সুদের হার,ঋণের পরিমান ,মেয়াদ
লোনের পরিমাণ সর্বোচ্চ ২০ লাখ টাকা
সর্বনিম্ন লোনের পরিমাণ ১০ হাজার টাকা
নতুন লোনের ক্ষেত্রে সুদ হার ৯%
অন্য ব্যাংক থেকে টেক ওভার এর ক্ষেত্রে সুদ হার ৮.৫%
নতুন লোনের ক্ষেত্রে প্রসেসিং ফি ১%
অন্য ব্যাংক থেকে টেক-ওভার এর ক্ষেত্রে প্রসেসিং ফি নেই
লোনের মেয়াদকাল ৫ বছর
লোনের উদ্দেশ্য
  • স্যালারি লোন সাধারণত ব্যক্তিগত প্রয়োজন চিকিৎসা খরচ শিক্ষা খরচ বা অন্যান্য খরচের জন্য প্রদান করা হয়ে থাকে।
স্যালারি লোন এর প্রয়োজনীয়তা
  • স্যালারি লোন পেতে আবেদনকারীকে অবশ্যই নিয়মিতভাবে কোন প্রতিষ্ঠানে কর্মরত থাকতে হবে।সাধারণত সরকারি, বেসরকারি,আধা সরকারি বা বড় ধরনের কোন প্রাইভেট প্রতিষ্ঠানের কর্মচারীরা এই লোনের জন্য আবেদন করতে পারবেন।
  • আবেদনকারীকে একটি নির্দিষ্ট পরিমাণ মাসিক সেলারি গ্রহণ করতে হবে, যা ব্যাংক কর্তৃক নির্ধারিত থাকবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস
  • ডাচ বাংলা ব্যাংক থেকে স্যালারি লোড পেতে আপনার যা যা ডকুমেন্টস প্রয়োজন হবে সেগুলো হল-
  • আপনার ভোটার আইডি কার্ড বা পাসপোর্ট এর কপি।
  • আপনার আয় উপার্জন বা পেশার প্রমাণাদি।
  • পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
  • আপনি যদি চাকরিজীবী হন সে ক্ষেত্রে আপনার বেতন স্লিপ ও এপয়েন্টমেন্ট লেটার এবং
  • আপনার বিগত ছয় মাসের ব্যাংক হিস্ট্রি।
আবেদন প্রক্রিয়া
  • প্রয়োজনীয় ডকুমেন্টগুলো সঙ্গে নিয়ে আপনি আপনার নিকটবর্তী যে কোন ডাচ বাংলা ব্যাংকের সাথে একজন কর্মকর্তা কর্মচারীর সাথে যোগাযোগ করুন।আপনি চাইলে ঘরে বসে অনলাইন থেকেও এই আবেদন করতে পারবেন
গ্যারান্টি বা জামানত
  • সাধারণত স্যালারি লোনের জন্য কোন ধরনের জামানাতে প্রয়োজন পড়ে না।কারণ,এটি আপনার সেলারি ভিত্তিতে অনুমোদিত হয়।তবে ডান্স বাংলা ব্যাংক ছাড়া কিছু কিছু ব্যাংক জামানতের বিকল্প প্রস্তাব দিতে পারে।
প্রক্রিয়ার সময়কাল
  • ডাচ বাংলা ব্যাংকের স্যালারি লোনের আবেদন প্রক্রিয়া অতি দ্রুততম সময়ের মধ্যে হয়।অনেক সময় আবেদন প্রক্রিয়া 24 ঘন্টার মধ্যেও সম্পূর্ণ হয়ে যায়।

ডাচ বাংলা ব্যাংক পার্সোনাল লোন আবেদন

ডাচ বাংলা ব্যাংকের লোন পদ্ধতি জেনে আপনি পার্সোনাল লোনের জন্যও আবেদন করতে পারেন। ডাচ বাংলা ব্যাংক থেকে আপনি আপনার ব্যক্তিগত প্রয়োজনে পার্সোনাল লোন নিতে পারবেন।পার্সোনাল লোন এর ক্ষেত্রে আপনি সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন।তবে এক্ষেত্রে আপনাকে অবশ্যই আত্মনির্ভর বা স্বনির্ভর হতে হবে।
লোন এর উদ্দেশ্য
পার্সোনাল লোন আপনার যেকোনো ব্যক্তিগত প্রয়োজন পূরণের জন্য হতে পারে।যেমন ধরুন-

  • চিকিৎসা খরচ
  • শিক্ষা খরচ
  • হোম রেনুভেশন এবং
  • বৈবাহিক বা পারিবারিক খরচ।

প্রয়োজনীয় ডকুমেন্টস
ডাচ বাংলা ব্যাংক থেকে পার্সোনাল লোন নিতে আপনার যে সকল প্রয়োজনীয় ডকুমেন্ট দরকার হবে সেগুলো হল-

  • আপনার পাসপোর্ট সাইজের ছবি দুই কপি।
  • আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি।
  • চাকুরীজীবীদের ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট লেটার,বেতন হিসাবের বিবরণী অথবা অফিস আইডি কার্ড এর ফটোকপি।
  • ব্যবসায়ীদের ক্ষেত্রে প্রয়োজন হবে বিজনেস কার্ড।
  • ড্রাইভার দের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স।
  • টি এন্ড টি,মোবাইল ফোন, অথবা অন্যান্য ইউটিলিটি বিলের কপি।
  • আপনার সর্বশেষ এক বছরের ব্যাংক হিসাব এবং
  • ট্যাক্স সার্টিফিকেট।

ডাচ বাংলা ব্যাংক পার্সোনাল লোনের পরিমাণ,সুদ ও মেয়াদকাল
ডাচ বাংলা ব্যাংকে আপনি পার্সোনাল লোন পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে দুই লাখ টাকা পর্যন্ত নিতে পারবেন।যার মেয়াদ সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত। এবার চলুন ডাচ বাংলা ব্যাংকের পার্সোনাল লোন সম্পর্কে বিস্তারিত জানতে নিচের ছকটি ফলো করুন--

লোন সম্পর্কিত সুদের হার,ঋণের পরিমান ,মেয়াদ
লোনের পরিমাণ সর্বোচ্চ ২ লাখ টাকা
সর্বনিম্ন লোনের পরিমাণ ৫০ হাজার টাকা
নতুন লোনের ক্ষেত্রে সুদ হার ৮%
অন্য ব্যাংক থেকে টেক ওভার এর ক্ষেত্রে সুদ হার ৭.৫%
নতুন লোনের ক্ষেত্রে প্রসেসিং ফি ১%
অন্য ব্যাংক থেকে টেক-ওভার এর ক্ষেত্রে প্রসেসিং ফি নেই
লোনের মেয়াদকাল ১৫ বছর

আবেদন প্রক্রিয়া
  • প্রয়োজনীয় ডকুমেন্টগুলো সঙ্গে নিয়ে আপনি আপনার নিকটবর্তী যে কোন শাখায় গিয়ে বা অনলাইনে পার্সোনাল লোনের আবেদন ফরম পূরণ করবেন।
  • এরপর প্রয়োজনীয় ডকুমেন্টস সহ আবেদন ফরম জমা দেবেন।
  • অতঃপর,ব্যাংক আপনার ডকুমেন্টস যাচাই করবে এবং লোনের শর্তাবলী পর্যালোচনা করবে।
  • সবশেষে আপনার ক্রেডিট স্কোর এবং আর্থিক অবস্থা যাচাই করে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হতে কমপক্ষে ৭-১৪ দিন সময় লাগতে পারে। তবে কিছু কিছু ক্ষেত্রে এটি আরও দ্রুততম সঙ্গে হয়ে যেতে পারে।
  • সবশেষে,সবকিছু ঠিকঠাক থাকলে আপনি আপনার লোনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন এবং অতি স্বল্প সময়ের মধ্যে আপনাকে আপনার লোনের অ্যামাউন্ট ব্যাংক কর্তৃক প্রদান করা হবে।

ডাচ বাংলা ব্যাংক হোম লোন

ডাচ-বাংলা ব্যাংক লোনের মধ্যে হোম লোনও রয়েছে। ডাচ বাংলা ব্যাংক হোম লোন বাংলাদেশের একটি জনপ্রিয় ঋণ প্রডাক্ট যা ব্যক্তিদের নিজস্ব বাড়ি কেনার জন্য নির্মাণ বা সংস্থার জন্য সহায়তা প্রদান করে। এক্ষেত্রে আপনি সর্বোচ্চ ২ কোটি টাকা পর্যন্ত লোন পেতে পারেন। এবার চলুন ডাচ বাংলা ব্যাংক হোম লোন সম্পর্কে বিস্তারিত জেনে নিন
প্রয়োজনীয় ডকুমেন্টস

  • ডাচ বাংলা ব্যাংক থেকে হোম লোন পেতে আপনার যে সমস্ত কাগজপত্র প্রয়োজন হবে সেগুলো হল
  • আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি।
  • ইউটিলিটি বিল অর্থাৎ গ্যাস পানি বা বিদ্যুৎ বিলের ফটোকপি।
  • আপনি যদি চাকরিজীবী হন সে ক্ষেত্রে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার।
  • ট্যাক্স সার্টিফিকেট
  • আপনি যদি ব্যবসায়ী হন সেক্ষেত্রে ব্যবসার বিজনেস কার্ড।
  • সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
  • আপনার বাড়ি বা সম্পত্তির লীজ চুক্তিপত্র এবং
  • বিগত এক বছরের ব্যাংক স্টেটমেন্ট।

জমি সংক্রান্ত ডকুমেন্ট

  • জমির মূল দলিলের ফটোকপি।
  • জমির মালিক ও ক্রেতার চুক্তিপত্র দলিলের ফটোকপি
  • আজমালি জমি হলে তার নিবন্ধিত পার্টিশন দলিল।
  • বিয়া চুক্তি ও মৌজা ম্যাপ এর ফটোকপি।
  • খতিয়ান এসি ল্যান্ড দ্বারা মিউটেশন সঠিকভাবে প্রত্যয়ন।
  • ডিসিআর,আরএস,মিউটেশন,এসএ এবং সর্বশেষ গণিত পর্চা দলিল

হোম লোনের পরিমাণ সুদ ও মেয়াদকাল
ডাচ বাংলা ব্যাংক থেকে হোম লোনের সবচেয়ে বড় সুবিধা হল আপনি ২৫ বছর পর্যন্ত লোন পরিষদে সময় পাবেন। হোম লোনের পরিমাণ সুদ এবং মেয়াদকাল নিচে ছকের মাধ্যমে দেখে নিন--

লোন সম্পর্কিত সুদের হার,ঋণের পরিমান ,মেয়াদ
লোনের পরিমাণ সর্বোচ্চ ২ কোটি টাকা
সর্বনিম্ন লোনের পরিমাণ ২ লাখ টাকা
নতুন লোনের ক্ষেত্রে সুদ হার ৭.৫%
অন্য ব্যাংক থেকে টেক ওভার এর ক্ষেত্রে সুদ হার ৭%
নতুন লোনের ক্ষেত্রে প্রসেসিং ফি ১%
অন্য ব্যাংক থেকে টেক-ওভার এর ক্ষেত্রে প্রসেসিং ফি নেই
লোনের মেয়াদকাল ১-২৫ বছর পর্যন্

ডাচ বাংলা ব্যাংক ব্যবসায়িক লোন

ব্যবসায়িক লোন মূলত একটি মোটা অংকের মূলধন যার মাধ্যমে আপনি একটা ব্যবসা দাঁড় করাতে পারেন। ডাচ বাংলা ব্যাংক থেকে আপনি ব্যবসায়ীক লোন সর্বনিম্ন ৫০ হাজার থেকে সর্বোচ্চ 20 লখ টাকা পর্যন্ত পেয়ে যাবেন। এবার চলুন ডাচ বাংলা ব্যাংক ব্যবসায়িক নন সম্পর্কে বিস্তারিত জেনে নিন--

ডাচ-বাংলা-ব্যাংক-লোন-পদ্ধতি-২০২৫

লোনের উদ্দেশ্য
ডাচ বাংলা ব্যাংক সাধারণত ছোট থেকে মাঝারি ব্যবসার জন্য বিভিন্ন ধরনের লোন প্রদান করে থাকে। এটি আপনার ব্যবসার বিভিন্ন খাতে ব্যবহৃত হতে পারে।যেমন ধরুন-

  • কারখানায় স্থাপন
  • নতুন যন্ত্রপাতি ক্রয়ের ক্ষেত্রে
  • ব্যবসার সম্প্রসারণের ক্ষেত্রে
  • ব্যবসায়িক মজুদ সংগ্রহের ক্ষেত্রে এবং
  • ঘরোয়া বা বাণিজ্যিক স্থাপনা উন্নয়নের ক্ষেত্রে।

প্রয়োজনীয় ডকুমেন্টস

  • ডাচ বাংলা ব্যাংক থেকে ব্যবসায়িক লোন নিতে আপনার যা যা কাগজপত্র প্রয়োজন সেগুলো হলো--
  • ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্ট এর ফটোকপি।
  • আপনার বিগত এক বছরের ব্যাংক হিসাব।
  • আপনার সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
  • ব্যবসায়ীদের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স বিজনেস কার্ড।
  • ট্যাক্স সার্টিফিকেট।
  • ইউটিলিটি বিল এবং
  • চাকুরী জিবিদের ক্ষেত্রে আইডি কার্ড ও বেতন হিসেবের বিবরণী।
লোন পাওয়ার যোগ্যতা
ডাচ বাংলা ব্যাংক থেকে ব্যবসায়িক লোন পাওয়ার জন্য আপনার যে সকল যোগ্যতা থাকা প্রয়োজন সেগুলো হল-
  • যেকোনো পেশায় নিয়োজিত ব্যক্তি অথবা বাড়ির মালিক।
  • আপনার ন্যূনতম আয় বিশ হাজার টাকা হতে হবে।
  • আপনার বয়স সীমা সর্বনিম্ন ১৮ বছর হতে হবে।
  • আপনাকে ডাচ বাংলা ব্যাংকের একজন নিয়মিত গ্রাহক হতে হবে।
  • আপনার ভালো ক্রেডিট হিস্ট্রি থাকতে হবে।
আবেদন পদ্ধতি
  • ব্যবসায়িক লোনের জন্য ব্যাংক কর্তৃক আপনাকে ফরম দেবে সেটি যথাযথভাবে পূরণ করতে হবে।
  • ব্যবসার সম্পর্কিত সকল প্রয়োজনীয় ডকুমেন্ট আপনাকে ফরমের জমা দিতে হবে।
  • ব্যাংক আপনার ক্রেডিট হিস্ট্রি এবং আর্থিক অবস্থা যাচাই-বাছাই করবে এবং কিছু ক্ষেত্রে ব্যাংক আপনার সাক্ষাৎকারও নিতে পারে।
ব্যবসায়িক লোনের পরিমাণ, সুদের হার ও মেয়াদকাল
ব্যবসায়ী লোনের ক্ষেত্রে আপনি কি পরিমান লোন পাবেন, সুদের হার কত এবং সর্বোচ্চ কত মেয়াদে এই লোন আপনি পরিশোধ করতে পারবেন সে সম্পর্কে জানতে নিচের ছকটি দেখুন--
লোনের সম্পর্কিত সুদের হার,মেয়াদ,ঋণের পরিমাণ
সর্বনিম্ন লোন ৫০ হাজার টাকা
সর্বোচ্চ লোন ২০ লাখ টাকা
নতুন লোনের ক্ষেত্রে সুদ ৮%
সুদের হার(অন্য ব্যাংক থেকে টেক ওভার)) ৭.৫%
মেয়াদ ১-৫ বছর
নতুন লোনের ক্ষেত্রে প্রসেসিং ফি ১%
প্রসেসিং ফি ( অন্য ব্যাংক থেকে টেক ওভার) নে

ডাচ বাংলা ব্যাংক লোন চার্ট

ডাচ বাংলা ব্যাংক লোন চার্ট সম্পর্কে জানতে নিচের ছকটি দেখুন-

লোনের প্রকার লোনের পরিমান সুদের হার মেয়াদ পেমেন্ট শর্তাবলী
বিজনেস লোন ১-৫০ লক্ষ টাকা ৮%-১২% ১-৫ বছর মাসিক কিস্তিতে
মিডিয়াম টার্ম লোন ২ লাখ থেকে ১কোটি টাকা ৯%-১১%
ত্রৈমাসিক কিস্তিতে
শর্ট টার্ম লোন ৫০ হাজার থেকে ১০ লাখ টাকা ৯%-১৩% ১ বছর বা তার কম এককালীন বা মাসিক কিস্তিতে
টেম্পোরারি লোন ২৫ হাজার থেকে ৫ লাখ টাকা ১০%-১৪% ৩-১২ মাস

ডাচ বাংলা ব্যাংক কৃষি লোন

ডাচ বাংলা ব্যাংক সাধারণত কৃষি সম্পর্কিত কার্যক্রমের জন্য কৃষি লোন প্রদান করে থাকে। এই ঋণ কৃষকদের তাদের উৎপাদন ক্ষমতা বাড়ানো,কৃষি প্রযুক্তি উন্নয়ন এবং অন্যান্য কৃষি সংক্রান্ত কার্যক্রমে সহায়তা করে। এবার চলুন ডাচ বাংলা ব্যাংক কৃষি লোন সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিন-
লোনের উদ্দেশ্য

  • ডাচ বাংলা ব্যাংক নিম্নলিখিত কারণে কৃষি লোন দিয়ে থাকে। যেমন-
  • কৃষি যন্ত্রপাতি ও সরঞ্জাম যেমন ট্রাক্টর,পানির পাম্প ইত্যাদির ক্ষেত্রে
  • নতুন কৃষি প্রকল্প,কৃষি প্রযুক্তি, চাষের জন্য বিনিয়োগ ইত্যাদির ক্ষেত্রে এলন প্রদান করা হয়।

লোনের পরিমাণ

  • ডাচ বাংলা ব্যাংক কৃষি ক্ষেত্রে আপনাকে ১০ হাজার থেকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ প্রদান করে থাকে।তবে লোনের পরিমাণ কৃষকের চাহিদা এবং প্রকল্পের আকার অনুযায়ী কিছুটা পরিবর্তিত হতে পারে।

প্রয়োজনীয় ডকুমেন্টস
ডাচ বাংলা ব্যাংক থেকে কৃষি লোন নিতে আপনার যে সকল ডকুমেন্টস গুলো দরকার হবে সেগুলো হল

  • কৃষি কার্যক্রম প্রকল্পের নিবন্ধন সনদ।
  • ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর ।
  • পূর্ববর্তী আয়ের প্রমাণাদি এবং
  • জমির কাগজপত্র।

আবেদন প্রক্রিয়া

  • ডাচ বাংলা ব্যাংক কর্তৃক নির্ধারিত ফর্ম পূরণ করে আপনাকে প্রয়োজনীয় কাগজপত্র সহ জমা দিতে হবে।
  • এরপর ব্যাংক আপনার ক্রেডিট হিস্ট্রি যাচাই করবে। প্রয়োজনে আপনার সাক্ষাৎকারও নিতে পারে।

ঋণ পরিশোধের সময়কাল

  • ডাচ বাংলা ব্যাংক থেকে কৃষি লোন পাওয়ার পর এটি পরিশোধের জন্য আপনি সর্বনিম্ন ৬ মাস থেকে সর্বোচ্চ ৫ বছর বা তারও বেশি সময় পাবেন।এক্ষেত্রে ঋণের পরিমাণ ও মেয়াদের উপর ভিত্তি করে আপনাকে ঋণের কিস্তি পরিশোধ করতে হবে।

সুদের হার

  • কৃষি লোনের ক্ষেত্রে ডাচ বাংলা ব্যাংক সাধারণত ৭% থেকে ১২% পর্যন্ত সুদের হার প্রদান করে থাকে।তবে এটি ব্যাংকের নীতিমালা এবং অর্থনৈতিক পরিস্থিতির ওপর বিবেচনা করে পরিবর্তিত হতে পারে।

লেখকের মন্তব্য

ডাচ বাংলা ব্যাংক লোন পদ্ধতি সম্পর্কে আপনি নিশ্চয়ই এতক্ষণে জানতে পেরেছেন।আশা করছি,আজকের লোন সম্পর্কিত এই আর্টিকেলটি আপনাদের নিকট বোধগম্য হয়েছে। ডাচ বাংলা ব্যাংক সাধারণ জনগণের জন্য বিভিন্ন ধরনের লোন সুবিধা দিয়ে থাকে।উপরিউক্ত লোন সম্পর্কিত বিষয়গুলো জানার পর আপনিও আপনার সুবিধা মত যে কোন খাতে প্রয়োজনীয় ডকুমেন্টস দেখিয়ে লোন নিতে পারেন।

কারণ,ডাচ বাংলা ব্যাংক থেকে লোন পাওয়া খুবই সহজ।এছাড়াও আপনি যদি লোন সংক্রান্ত যাবতীয় বিষয়গুলো আরো পরিপূর্ণভাবে জানতে চান সে ক্ষেত্রে ডাচ বাংলা ব্যাংকের কাস্টমার কেয়ার ১৬২১৬ নম্বরে কল করে বিস্তারিত জেনে নিতে পারেন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরবর্তী আর্টিকেল পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে। আর্টিকেলটি এতক্ষণ পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

পিন পয়েন্ট ম্যাক্স এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url