maxpro 20 কিসের ঔষধ বিস্তারিত জেনে নিন
maxpro 20 কিসের ঔষধ জানেন কি? ম্যাক্সপ্রো ২০ ট্যাবলেট খাওয়ার নিয়ম সম্পর্কে জানতে চান? তাহলে আর দেরি না করে এক্ষুনি আর্টিকেলটি করে নিন। আজকে আমরা আলোচনা করব maxpro 20 ঔষধ এবং এই ঔষধ আপনি কিভাবে কোন নিয়মে খাবেন সে সম্পর্কে।
ম্যাক্সপ্রো
২০ কোন রোগের জন্য খেতে হয়, কেন খেতে হয় তা হয়তো অনেকেই জানেন না। যা
আজকের আর্টিকেলে আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে চলুন আলোচনা শুরু করা
যাক।
পোস্ট সূচিপত্রঃ maxpro 20 কিসের ঔষধ
- maxpro 20 কিসের ঔষধ
- ম্যাক্সপ্রো ২০ ট্যাবলেট খাওয়ার নিয়ম
- ম্যাক্সপ্রো মাপস ২০ এর কাজ কি
- ম্যাক্সপ্রো ৪০ এর কাজ কি
- Maxpro Mups 20 খাওয়ার আগে না পরে
- ম্যাক্সপ্রো ট্যাবলেট কি কাজ করে
- ম্যাক্সপ্রো ২০ ট্যাবলেট এর দাম কত
- ম্যাক্সপ্রো এইচপি এর কাজ কি
- maxpro 20 এর পার্শ্ব প্রতিক্রিয়া
- maxpro 20 কিসের ঔষধ এই সম্পর্কে আমার মন্তব্য
maxpro 20 কিসের ঔষধ
maxpro 20 কিসের ঔষধ আমরা অনেকেই জানিনা। তাহলে জেনে রাখুন, ম্যাক্সপ্রো ২০ মূলত উচ্চ রক্তচাপ এবং হৃদরোগের চিকিৎসার ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়। এটি সাধারণত ইন্ডেপামিড নামক একটি ড্রাগের অন্তর্ভুক্ত। ফলে এই ঔষধ খেলে এটি শরীর থেকে অতিরিক্ত জল এবং সোডিয়াম বের করে দেয়। এই ঔষধ সেবনে এটি রক্ত ভেসেল প্রসারিত করে।এতে
করে রক্তের পরিমাণ কমে যায় এবং রক্তচাপ নিয়ন্ত্রণে আসে। এর ফলে হৃদ
যন্ত্রের ওপর চাপ হ্রাস পায় এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কমে যায়।
শুধু তাই নয়, প্রোস্টেট এর সমস্যা সমাধানেও ম্যাক্সপ্রো ২০ বেশ কার্যকরী।
এটি পুরুষের মূত্র সমস্যা কমাতে সাহায্য করে এবং প্রস্রাবের প্রবাহকে সহজ
করে।
মাক্সপ্রো
২০ সাধারণত দীর্ঘমেয়াদি ব্যবহারের জন্য উপযুক্ত। কিন্তু তা সত্ত্বেও
ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করাটাই শ্রেয়। আবার দীর্ঘমেয়াদে এই ঔষধ
সেবন করলে পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে আপনার মাথা ব্যথা, পেট ব্যথা এবং
এলার্জিক প্রতিক্রিয়া দেখা দিতে পারে। সুতরাং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী
এই ঔষধ সেবন করা উচিত।
ম্যাক্সপ্রো ২০ ট্যাবলেট খাওয়ার নিয়ম
ম্যাক্সপ্রো ২০ ট্যাবলেট খাওয়ার বেশ কিছু নিয়ম রয়েছে। বিশেষ করে ছোটদের এবং বড়দের ক্ষেত্রে এই ওষুধ খাওয়ার নিয়ম একটু ভিন্ন। এবার চলুন ম্যাক্সপ্রো ২০ খাওয়ার নিয়ম গুলো জেনে নিন-বড়দের ক্ষেত্রে
- প্রথমেই বলি, ম্যাক্সপ্রো ২০ অবশ্যই খাওয়ার এক ঘন্টা আগে খাবেন।
- প্রাপ্তবয়স্ক বিশেষ করে ১৮ বছর কিংবা তার ওপরে যাদের বয়স তারা দিনে একবার ম্যাক্সপ্রো ২০ গ্রাম বা ম্যাক্সপ্রো ৪০ গ্রাম গ্রহণ করতে পারবেন।
- ম্যাক্সপ্রো ২০ ট্যাবলেট বা ক্যাপসুল যাই খান না কেন এক গ্লাস পানির সাথে খাবেন। কখনোই এই ট্যাবলেট চুষে খাবেন না।
- আপনার যদি পানি দিয়ে গিলে খেতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনি ট্যাবলেটটি পানির সাথে গুলিয়ে খেতে পারেন।
- যদি আপনি একটি ডোজ সময়মত খেতে ভুলে যান সে ক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব ডোজটি খেয়ে ফেলুন। কিন্তু যদি পরবর্তী ডোজের সময় হয়ে যায় তাহলে আগের ডোজটি বাদ দিয়ে দিন এবং নিয়ম অনুযায়ী পরবর্তী ডোজ গ্রহণ করুন।
শিশুদের ক্ষেত্রে
- শিশুর বয়স যদি ১-১৭ বছর হয় হয় তাহলে প্রতিদিন ২০মি.গ্রা একবার করে খাবে।
- আপনার শিশুর বয়স যদি ১ মাস থেকে ১ বছরের মধ্যে হয় তাহলে প্রতিদিন ০.৫ মি,গ্রা একবার খাওয়াতে পারবেন।
ম্যাক্সপ্রো মাপস ২০ এর কাজ কি
ম্যাক্সপ্রো ২০ কোন রোগের ঔষধ তা ইতিমধ্যেই আমরা আপনাকে জানিয়ে দিয়েছি। এবার আমরা জানবো ম্যাক্সপ্রো মাপস ২০ এর উপকারিতা গুলো-- প্রথমেই জানিয়ে দেই ম্যাক্সপ্রো মাপস ২০ একটি প্রোটিন সমৃদ্ধ পাউডার যা মূলত শরীরের পেশী গঠন এবং শক্তি বৃদ্ধিতে ব্যবহৃত হয়ে থাকে।
- এই প্রোটিন পাউডার শরীরের পেশি বৃদ্ধিতে সাহায্য করে। কারণ, এটি শরীরে অ্যামিনো এসিড সরবরাহ করতে থাকে। যা পেশি টিস্যুর মেরামত এবং বৃদ্ধির জন্য অত্যন্ত জরুরী।
- ম্যাক্সপ্রো মাপস ২০ খেলে এটি আপনার শরীরে অতিরিক্ত শক্তির যোগান দেবে। যা দীর্ঘ সময় ধরে আপনার শরীরকে কার্যক্ষম রাখে।
- শরীর চর্চার পর ম্যাক্সপ্রো ২০ খেলে এটি আপনার শরীরের ব্যথা ও ক্লান্তি কমাতে খুব ভালো কাজ করে।
- প্রতিদিন নিয়ম করে ম্যাক্সপ্রো ২০ খেলে এটি আপনার শরীরে মেটাবলিজম বাড়িয়ে দেয়, যা ওজন নিয়ন্ত্রণে কাজ করে।
- এই প্রোটিন পাউডার সঠিক পরিমাণে খেলে এটি আপনার ক্ষুধা নিবারনের সাহায্য করে। বিশেষ করে যারা ডায়েট করছেন তাদের জন্য এটি ভীষণই উপকারী।
- ম্যাক্সপ্রো ২০ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে দেয়। ফলে আপনার শরীর বিভিন্ন রোগের বিরুদ্ধে খুব সহজেই প্রতিরোধ গড়ে তুলতে পারে।
- এই ঔষধ সেবনে এটি আপনার শরীরে প্রয়োজনীয় পুষ্টির অভাব দূর করে এবং উচ্চ ক্যালরিযুক্ত খাবার থেকে আপনাকে দূরে রাখে।
ম্যাক্সপ্রো ৪০ এর কাজ কি
ম্যাক্সপ্রো ২০ আসলে কিসের ঔষধ তা ইতিমধ্যেই জানতে পেরেছেন। এবার আপনাকে জানাবো ম্যাক্সপ্রো ৪০ এর কাজ সম্পর্কে। তাহলে চলুন জেনে নিই -- ম্যাক্সপ্রো ৪০ সাধারণত উচ্চ রক্তচাপ কমাতে কাজ করে। এটি রক্ত নালীগুলোকে বেশ প্রসারিত করে। ফলে রক্ত সঞ্চালন প্রক্রিয়া ত্বরান্বিত হয় এবং এতে করে রক্তচাপ কমে। উচ্চ রক্তচাপে রোগীদের জন্য ম্যাক্সপ্রো ৪০ ভীষণই উপকারী।
- উচ্চ রক্তচাপ কমানোর পাশাপাশি এই ঔষধ সেবনে এটি আপনার হৃদরোগের ঝুঁকি কমাতেও সাহায্য করে। কারণ, ম্যাক্সপ্রো ৪০ হৃদযন্ত্রের পাম্পিং কার্যকারিতা বাড়িয়ে দেয়। ফলে হৃদরোগের সমস্যা যাদের রয়েছে তাদের জন্য এটি উপকারী।
- ম্যাক্সপ্রো ৪০ রক্ত নালীর প্রসারণ ঘটায়। ফলে রক্ত চলাচল প্রক্রিয়া আরও সহজ হয়। এতে ধমনী ও শিরার মধ্যে রক্তচাপের ভারসাম্য বজায় থাকে।
- নিয়ম করে ম্যাক্সপ্রো ৪০ খেলে এটি আপনার রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে বিশেষভাবে কাজ করে।
- কিছু কিছু ক্ষেত্রে একটি মাথা ব্যথা, শরীর ব্যথা ইত্যাদি উপসর্গগুলো কমাতেও সাহায্য করে।
Maxpro Mups 20 খাওয়ার আগে না পরে
ম্যাক্সপ্রো ২০ কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহৃত হয় তা ইতিমধ্যেই আমরা আলোচনা করেছি। কিন্তু আপনি কি জানেন ম্যাক্সপ্রো খাওয়ার আগে নাকি পরে খেতে হয়? এই ওষুধটি আপনি খাওয়ার আগে কিংবা পরে খেতে পারেন তাতে কোনো অসুবিধা নেই। বিশেষ করে যাদের এসিডিটির সমস্যা রয়েছে তারা খাওয়ার ৩০ মিনিট পূর্বে এটি খেতে পারেন।আবার
খাওয়ার পরে ম্যাক্সপ্রো খেলে এটি আপনার পেটের অম্লতা নিয়ন্ত্রণে কাজ
করে। সেই সাথে পেটের সংবেদনশীলতা কমাতেও সাহায্য করে। তাছাড়া খাবারের পর
ম্যাক্সপ্রো খেলে ওষুধটির শোষণ ক্ষমতা আরো বেড়ে যায়। তবে এর সঠিক ডোজ এবং
কোন সময় খাবেন সেটি নিশ্চিত হতে অবশ্যই একজন চিকিৎসকের সাথে পরামর্শ করা
উচিত। আশা করছি বুঝতে পেরেছেন।
ম্যাক্সপ্রো ট্যাবলেট কি কাজ করে
maxpro 20 কিসের ঔষধ তা খানিক আগেই আপনি জেনে গেছেন। ম্যাক্সপ্রো ট্যাবলেট সাধারণত জ্বর, ব্যথা এবং শরীরের অন্যান্য প্রদাহের চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে। বিশেষ করে মাথাব্যথা বা মাইগ্রেনের সমস্যা, পেশি ব্যথা এবং আন্ত্রিক ব্যথা কমাতে এই ঔষধটি বেশ কার্যকরী। ম্যাক্সপ্রো ট্যাবলেট সাধারণত বিভিন্ন প্রকার ভিটামিন যেমন- ভিটামিন ডি, ভিটামিন সি এবং ভিটামিন বি কমপ্লেক্স ও মিনারেল সমৃদ্ধ। এই উপাদান গুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় রোগ, প্রতিরোধে সাহায্য করে এবং শারীরিক শক্তি বৃদ্ধি করে।ম্যাক্সপ্রো ২০ ট্যাবলেট এর দাম কত
maxpro ২০ কোন রোগের ঔষধ এবং কেন খাবেন তা ইতিপূর্বেই জেনে গেছেন। আপনারা অনেকেই ম্যাক্সপ্রো ২০ ট্যাবলেট এর দাম সম্পর্কে জানতে চান। তাহলে জেনে রাখুন, রেনিটা লিমিটেডের ম্যাক্সপ্রো ২০ প্রতি পিস ট্যাবলেটের দাম পড়ে ৭ টাকা করে। তবে ঔষধ সরবরাহ এবং ফার্মেসি ভেদে এই দাম কিছুটা পরিবর্তিত হতে পারে।ম্যাক্সপ্রো এইচপি এর কাজ কি
ম্যাক্সপ্রো ২০ কোন কোন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় তা আমরা জেনেছি। এবার আমরা জানব মাক্স প্রো এইচপি এর কাজ সম্পর্কে-- ম্যাক্সপ্রো এইচপি একটি প্রোটিন সমৃদ্ধ ঔষধ। যা খেলে অতিরিক্ত ক্ষুধা কমে, বিপাকক্রিয়া বাড়ে এবং সেই সাথে শরীরের ওজন আপনা আপনি নিয়ন্ত্রিত হয়।
- প্রোটিনের একটি দুর্দান্ত উৎস হলো ম্যাক্সপ্রো এইচপি। ফলে ব্যায়ামের পরে এটি খেলে শরীরের শক্তি পুনরুদ্ধার হয়।
- শরীরের শক্তি স্তর বাড়াতেও কাজ করে ম্যাক্সপ্রো এইচপি।
- নিয়ম মেনে ম্যাক্স প্রো এইচপি খেলে এটি আপনার ত্বক প্রাণবন্ত রাখে এবং চুল ভালো রাখে। ফলে ত্বক এবং চুল উভয়ের জন্যই এটি উপকারী।
- আপনার শরীরের যেকোনো ধরনের ব্যথা এবং ক্লান্তি ভাব কমাতে খুব ভালো কাজ করে ম্যাক্সপ্রো এইচপি।
maxpro 20 এর পার্শ্ব প্রতিক্রিয়া
maxpro 20 এর এর পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। আপনার শরীরে এই পার্শ্ব প্রতিক্রিয়া গুলো তখনই দেখা দিবে, যখন আপনি ডোজ না মেনে অতিরিক্ত পরিমাণে খাবেন। তাহলে চলুন অতিরিক্ত maxpro 20 খাওয়ার পার্শ্ব প্রতিক্রিয়া কি কি হতে পারে তা জেনে নিন-- ম্যাক্সপ্রো অতিরিক্ত পরিমাণে খেলে আপনার পেট ব্যথা গ্যাসের সমস্যা হতে পারে।
- মাত্রাতিরিক্ত পরিমাণে ম্যাক্সপ্রো খেলে আপনার কোষ্ঠকাঠিন্য কিংবা ডায়রিয়ার মত সমস্যাও দেখা দিতে পারে।
- ম্যাক্সপ্রো উচ্চ প্রোটিন সমৃদ্ধ হওয়ার কারণে প্রোটিনের উচ্চমাত্রা আপনার শরীরে ডিহাইপ্রেশনের সমস্যা সৃষ্টি করতে পারে। ফলে এটি খাওয়ার পর আপনি পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন।
- শুধু তাই নয়, ডোজ না মেনে অতিরিক্ত ম্যাক্সপ্রো খাবার ফলে আপনার মাথাব্যথা, বমি ভাব, তলপেটে ব্যথা ইত্যাদি হতে পারে।
maxpro 20 কিসের ঔষধ সম্পর্কে লেখকের মন্তব্য
maxpro 20 কিসের ঔষধ আশা করছি আজকের আর্টিকেল পড়ে আপনি তা বিস্তারিত জানতে পেরেছেন এবং উপকৃত হয়েছেন। ম্যাক্স প্রো ২০ মূলত একটি প্রোটিন সমৃদ্ধ সাপ্লিমেন্ট। যা পেশী গঠনে এবং শরীরের শক্তি বৃদ্ধিতে কাজ করে থাকে। বিশেষ করে যারা নিয়মিত শরীরচর্চা করেন বা ফিটনেস অনুরাগীদের জন্য এটি একটি কার্যকরী সহায়ক উপাদান।যদিও
ম্যাক্স প্রো স্বাস্থ্যের জন্য উপকারী, কিন্তু অতিরিক্ত খাওয়া মোটেও উচিত
নয়। তাতে শারীরিক বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তাই
বলবো সুস্থ থাকতে আপনি সঠিক মাত্রায় নিয়ম মেনে ম্যাক্সপ্রো খাওয়ার
অভ্যাস করুন। যা আপনার স্বাস্থ্যের পক্ষে উপকারী হবে। ভালো থাকুন, সুস্থ
থাকুন। আর্টিকেলটি এতক্ষণ পড়ার জন্য ধন্যবাদ।
পিন পয়েন্ট ম্যাক্স এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url